Murshidabad News: বাল্য বিবাহের কুফল ও সাইবার ক্রাইম নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতার পাঠ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মুর্শিদাবাদ জেলাতে সম্প্রতি দেখা যায় বেশ কিছু এলাকায় নাবালিকার বিয়ে রদ করে প্রশাসন। এবার নাবালিকার বিয়ের কুফল সম্পর্কে স্কুলের ছাত্র ও ছাত্রীদের নিয়ে সচেতনতা সহ মানব পাচার ও সাইবার ক্রাইম সম্পর্কিত সচেতনতা বার্তা দিল পুলিশ।
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলাতে সম্প্রতি দেখা যায় বেশ কিছু এলাকায় নাবালিকার বিয়ে রদ করে প্রশাসন। এবার নাবালিকার বিয়ের কুফল সম্পর্কে স্কুলের ছাত্র ও ছাত্রীদের নিয়ে সচেতনতা সহ মানব পাচার ও সাইবার ক্রাইম সম্পর্কিত সচেতনতা বার্তা দিল পুলিশ। শিক্ষকের ভুমিকায় দেখা গেল পুলিশ আধিকারিক কর্তাদের। মুর্শিদাবাদ পুলিশ জেলার কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে কান্দি শহরের রামেন্দ্র সুন্দর অডিটোরিয়াম হলে বাল্যবিবাহ, মানব পাচার এবং সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি সাব-ডিভিশনের বিভিন্ন এলাকার ৬১ টি স্কুলের প্রায় ৬৫০ জন ছাত্রছাত্রী। সংখ্যালঘু সমাজে বাল্য বিবাহের ঘটনা প্রায়শই দেখা যায় । অভিযোগ দায়ের হয় থানাতেও। তাই সেই পরিস্থিতি মোকাবিলায় স্কুল পর্যায় পড়ুয়াদের সচেতনতা বাড়াতেই পুলিশের উদ্যোগ গ্রহণ করল। বাল্যবিবাহ রোধে প্রশাসন কঠোর মনোভাব নিলেও কিছুতেই বন্ধ হচ্ছে না বলে অভিযোগ। গ্রামীন এলাকায় নিত্যদিন চলে এই বাল্যবিবাহ ঘটনা। শুধু তাই নয়, বর্তমানে অধিকাংশ ছাত্র ও ছাত্রীরা মোবাইল ফোনের সীমাবদ্ধ।
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়াদের হাতে তৈরি বিজ্ঞান মডেল! খুদে বিজ্ঞানী প্রতিযোগিতার আয়োজন
মোবাইল গেমের বুঁদ তারা। ফলে বৃদ্ধি হচ্ছে সাইবার ক্রাইমের মতো অপরাধ। আর তার জেরেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। কান্দি মহকুমার বিভিন্ন পুলিশ স্টেশন থেকে ১৫০ জন ইমাম রা যোগদান করেছিল। উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক শ্রী নবীন চন্দ্র, কান্দি মহকুমা পুলিশ আধিকারিক সাগর রানা, কান্দি থানার আই.সি সুভাষ ঘোষ সহ কান্দি মহকুমার সমস্ত ওসিরা। এছাড়াও উপস্থিত অনুষ্ঠানে আগত সকল শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়।
advertisement
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
September 21, 2022 1:02 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বাল্য বিবাহের কুফল ও সাইবার ক্রাইম নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতার পাঠ