TRENDING:

Valentines Day 2024: টেডি ডে পালন করলেন! কিন্তু কী ভাবে এর শুরু? জেনে নিন

Last Updated:

ফেব্রুয়ারি প্রেমের মাস।  চলছে ভালবাসার সপ্তাহ। ভালবাসার প্রিয় মানুষ কে চকোলেট থেকে টেডি উপহার দিয়ে থাকেন অনেক প্রেমিক বা প্রেমিকা। কিন্তু কেন  পালন করা হয় জানেন না অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে,বসন্ত এসে গেছে’। ফেব্রুয়ারি প্রেমের মাস।  চলছে ভালবাসার সপ্তাহ। ভালবাসার প্রিয় মানুষ কে চকোলেট থেকে টেডি উপহার দিয়ে থাকেন অনেক প্রেমিক বা প্রেমিকা। কিন্তু কেন  পালন করা হয় জানেন না অনেকেই।
advertisement

কথায় বলে, নরম, তুলতুলে টেডিকে জড়িয়ে ধরলে আপনি স্মৃতিচারণ করতে পারবেন উপহারদাতার। তবে ফুলের মতো টেডি তো আর শুকিয়ে যায় না। বরং স্মৃতি হয়ে থেকে যায় দীর্ঘদিন। সেই সঙ্গে ধরা থাকে সুখের সব মুহূর্তও। তাই এই দিন টাকে পালন করে থাকেন অনেকেই।

আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কী ভাবছে Gen-Z? শুনলে মাথা ঘুরে যাবে

advertisement

তবে বহরমপুর শহরের কলেজ ঘাট এলাকায় পথ চলতি সাধারণ মানুষ থেকে প্রেমিক বা প্রেমিকা তারা কিন্তু উত্তর দিতে পারেননি কেন এই পালন করা হয় এই টেডি ডে। সঠিক জবাব অনেকের কাছেই ছিল অজানা।

View More

তবে জানা গিয়েছে, ভালোবাসার অভিব্যক্তি হিসেবে গণ্য করা হয় টেডি বিয়ারকে।

আরও পড়ুন: মেডিক্যাল অফিসার নিয়োগের বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত

advertisement

১০ ফেব্রুয়ারি দিনটি টেডি বিয়ার দিবস হিসেবে পালন করা হয়। এর তাৎপর্য কিন্তু একে অপরে আরও বেশি করে আঁকড়ে ধরা। আরও বেশি করে ভালবাসা। আর উষ্ণ আলিঙ্গন দুটি মনকে আরও কাছাকাছি এনে দেয়। টেডিও কিন্তু ঠিক তাই। টেডিকেই জড়িয়েই আমাদের আবেগ, ভালবাসার বহিঃপ্রকাশ। প্রেমের প্রতীক হিসেবে তাই বছর বছর ধরে রয়েছে এই কার্ড, চকোলেট, ফুল, টেডি।

advertisement

টেডি ডে কেন হয় তা জানেন কি? আমেরিকার প্রেসিডেন্ট থিয়োডর টেডি রুজভেল্ট পশুহত্যা রুখতে ভল্লুকের আকৃতির একটি পুতুল বানান। সেই বছর তিনি তাঁর ভ্রমণে গিয়েও কোন পশু শিকার করেননি। পশুপ্রেমী থিয়োডর অনুরোধেই প্রতি বছর এই দিনটি টেডি বিয়ার ডে হিসেবে পালন করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Valentines Day 2024: টেডি ডে পালন করলেন! কিন্তু কী ভাবে এর শুরু? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল