জানা যায়, যতন বাগ্দী, রতন বাগ্দীর পরিবারের সঙ্গে সুফল বাগ্দী ও ধীরেন বাগ্দীর পরিবারের ঝামেলা দীর্ঘদিনের। বাড়ির পাশের জমির জায়গাকে কেন্দ্র করে বচসা ছিল দীর্ঘদিনের। শনিবার সকালে দুই পক্ষের প্রথমে বচসা পরে হাতাহাতিতে রুপান্তরিত হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে ভরতপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
আরও পড়ুন: পৃথক দুটি দুর্ঘটনায় মুর্শিদাবাদের দু’জনের মৃত্যু
দুই পক্ষের মারামারির জেরে আহত হন ৮ জন। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় ৮ জনকে চিকিৎসার জন্য ভর্তি করেছে কান্দি মহকুমা হাসপাতালে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।
এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বাগ্দী জানান, যতন বাগ্দী ও সুফল বাগ্দী পরিবারের বাড়ির পাশের জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। আর সেই বিবাদের জেরে শনিবার সকালে দুই পক্ষের প্রথমে বচসা তৈরি হয়। বচসার কারণে আধঘন্টা ধরে চলে লাঠি নিয়ে মারামারি। যার ফলে আহত হন দুই পক্ষের আটজন। ভরতপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনার জেরে চেতন বাগ্দী নামে একজনকে গ্রেফতার করেছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
কৌশিক অধিকারী