Murshidabad News: পৃথক দুটি দুর্ঘটনায় মুর্শিদাবাদের দু'জনের মৃত্যু
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি দ্রুতগামী লরি শাহাবুদ্দিন শেখ নামে এক যুবককে চাপা দেয়। সে মাসির বাড়ি ঘুরতে এসেছিল।
মুর্শিদাবাদ: ঘটা করে পথ নিরাপত্তা সপ্তাহ আয়োজন করা হলেও একশ্রেণির মানুষের যে হুঁশ কিছুতেই ফিরছে না ফের তার প্রমাণ পাওয়া গেল। শুক্রবার মুর্শিদাবাদে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মাসির বাড়ি বেড়াতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শাহাবুদ্দিন শেখ (১৯) নামে এক যুবকের। অন্য আরেকটি দুর্ঘটনায় টোটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে টোটো চালক উৎপল দাসের মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে প্রথম দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলো মোড়ে। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি দ্রুতগামী লরি শাহাবুদ্দিন শেখ নামে এক যুবককে চাপা দেয়। সে মাসির বাড়ি ঘুরতে এসেছিল। লরিটি শেষ মুহূর্তে গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সজোরে ধাক্কা মারে ওই যুবককে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সামশেরগঞ্জের অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
অন্য দুর্ঘটনাটি ঘটে কান্দি থানার চিত্রা সিনেমা এলাকায়। ডাম্পার ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় টোটো চালকের। টোটো চালক উৎপল দাস টোটো নিয়ে চিত্রা সিনেমার দিকে যাচ্ছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ওই টোটোকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালকের। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের অভিযোগ, দুটি দুর্ঘটনার পিছনেই সঠিকভাবে পথ নিরাপত্তা বিধি না মেনে গাড়ি চালানো দায়ী।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 16, 2023 7:27 PM IST










