Dakshin Dinajpur News: ঘরে বসে টিভি দেখছিল ছাত্রী, ওমনি বেরিয়ে এল সাপ! সে কী ভয়ঙ্কর পরিস্থিতি...তারপর

Last Updated:

সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে দ্রুত তার চিকিৎসা শুরু হয়। কিন্তু শেষ রক্ষা হল না কিছুতেই।

দক্ষিণ দিনাজপুর: এ যেন শিয়রের সমন! টিভি দেখার এমন পরিণতি হবে জানলে কি আর বোকা বাক্সের দিকে হাত বাড়ায়। বাড়িতে বসে টিভি দেখছিল বছর বারোর ছাত্রীটি। হঠাৎই তাকে ছোবল মারে সাপ! সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা ওই ক্ষুদে ছাত্রীকে হাসপাতালে নিয়ে ছোটেন। এক্ষেত্রে অবশ্য তান্ত্রিক, ওঝা করে সময় নষ্ট করেননি তাঁরা। কিন্তু এই সচেতনতার মূল্য পাওয়া গেল কই। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হল ছাত্রীটির। তার নাম কাজলী মুর্মু। বাড়ি কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের মুংলিশপুরে।
শুক্রবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে দ্রুত তার চিকিৎসা শুরু হয়। কিন্তু শেষ রক্ষা হল না কিছুতেই। এই ঘটনার রেশ কাটতে না কাটতে বালুরঘাট হাসপাতালে আরও এক সাপে কাটা রোগীর মৃত্যু হয়েছে। মৃতের নাম কল্পনা মণ্ডল (৭৬)।
advertisement
advertisement
জানা গিয়েছে, বৃদ্ধা কল্পনা মণ্ডল যখন ঘুমাচ্ছিলেন সেই সময় তাঁকে সাপে ছোবল মারে। বিষয়টি শুক্রবার সকালে পরিবারের সদস্যদের নজরে আসতেই তাঁকে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
দক্ষিণ দিনাজপুর জেলায় একই দিনে সাপের ছোবলে দু’জনের মৃত্যু হওয়ায় আতঙ্ক বেড়েছে মানুষের মধ্যে। বিশেষ করে বছর বারোর ছাত্রীর চিকিৎসা শুরু হওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব না হওয়ায় অ্যান্টি ভেনামের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি সামনেই বর্ষাকাল শুরু হবে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে ধারণা।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: ঘরে বসে টিভি দেখছিল ছাত্রী, ওমনি বেরিয়ে এল সাপ! সে কী ভয়ঙ্কর পরিস্থিতি...তারপর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement