Purulia News: বর্ষার আগেই ডেঙ্গু ঠেকাতে পথে পুরসভা, পুরপ্রধান কী বললেন

Last Updated:

ডেঙ্গু ঠেকাতে পুরুলিয়া শহরে সচেতনতামূলক প্রচার অভিযান

+
title=

পুরুলিয়া: বর্ষার বৃষ্টি এখনও শুরু হয়নি। কিন্তু আগেভাগেই ডেঙ্গু সংক্রমণ রুখতে তৎপর হয়ে উঠেছে পুরুলিয়া পুরসভা। ডেঙ্গু ঠেকাতে সচেতনতা প্রচার চালানো হল শহরজুড়ে। এই উপলক্ষে পুরুলিয়া শহরে একটি ট্যাবলো বের করে পুরসভা। শহরের বিভিন্ন এলাকায় এই ট্যাবলো পরিক্রম করে ডেঙ্গুর সচেতনতার বার্তা প্রচার করে। এরই পাশাপাশি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সুপারভাইজার ও স্বেচ্ছাসেবকেরা।
ডেঙ্গু ঠেকাতে এই আগাম তৎপরতা প্রসঙ্গে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মহালি বলেন, ডেঙ্গু পর্যবেক্ষণ সপ্তাহ উদযাপন শুরু হয়ে গিয়েছে। সুডার দেওয়া নির্দেশ অনুযায়ী গোটা রাজ্যজুড়ে এই কর্মসূচি শুরু হয়েছে। ‌ বর্ষা প্রবেশ করার আগেই ডেঙ্গু সংক্রমণ রুখতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ‌ প্রায় প্রতিদিনই এই প্রচার চালানো হবে। আগামী দিনে শহরের প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে ডেঙ্গু সচেতনতামূলক প্রচার চালানো হবে। তিনি জানান ডেঙ্গু মোকাবিলায় পুরসভা প্রস্তুত।
advertisement
advertisement
রাজ্যে বর্ষা কবে আসবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দফতর। তবে তার জন্য হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় পুরুলিয়া পুরসভা। বর্ষার বৃষ্টি নামলেও যাতে ডেঙ্গুজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে না যায় সেই কারণে আগাম তৎপরতা শুরু হয়েছে পুর কর্তাদের মধ্যে।
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: বর্ষার আগেই ডেঙ্গু ঠেকাতে পথে পুরসভা, পুরপ্রধান কী বললেন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement