Nadia News: স্কুলের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছের মোটা ডাল, ছিঁড়ল বিদ্যুতের তার! ভয়ঙ্কর ঘটনা শান্তিপুরে

Last Updated:

শুক্রবার স্কুল চলাকালীন হঠাৎই ওই গাছের একটি মোটা ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাস্তার পাশেই ছিল বিদ্যুতের খুঁটি। ডালটি তারের উপরে পড়ায় তার ছিঁড়ে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

নদিয়া: গরমের দীর্ঘ ছুটির পর সদ্য খুলেছে স্কুল। যদিও গরম এখনও কমেনি। বরং তাপপ্রবাহের মধ্যে স্কুলে আসতে হওয়ায় হাঁসফাঁস করছে ছাত্র-ছাত্রীরা। তার‌ই মধ্যে ঘটল বড় বিপত্তি। অল্পের জন্য বিপদের হাত থেকে বাঁচল স্কুলের ছাত্রীরা। ক্লাস চলাকালীন স্কুলের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রাচীন গাছের মোটা ডাল। আর সেই ডালের সঙ্গে জড়িয়ে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। ফলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারতো। শান্তিপুরের শরৎকুমারী উচ্চবালিকা বিদ্যালয়ের ঘটনা।
জানা গিয়েছে, ওই স্কুলের মধ্যেই ছিল গাছটি। গত কয়েক বছর ধরে সেটি বিপজ্জনক অবস্থায় অবস্থান করছিল। কিন্তু এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বা প্রশাসন কেউ কোন‌ও ব্যবস্থা নেয়নি। শুক্রবার স্কুল চলাকালীন হঠাৎই ওই গাছের একটি মোটা ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাস্তার পাশেই ছিল বিদ্যুতের খুঁটি। ডালটি তারের উপরে পড়ায় তার ছিঁড়ে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। একটুর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে ছাত্রীরা বেঁচে যাওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছে সকলে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শান্তিপুরে
advertisement
advertisement
এই দুর্ঘটনার জন্য বন দফতরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্কুলের প্রধান শিক্ষিকা। তিনি জানিয়েছেন, বছরখানেক আগেই গাছটি কেটে ফেলার জন্য বন দফতরকে চিঠি লিখেছিলেন। কিন্তু তারা কোন‌ও গা করেনি। এদিকে স্কুল কর্তৃপক্ষ নিজে থেকে গাছটি কাটলে তা আইন ভঙ্গ হতো।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: স্কুলের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছের মোটা ডাল, ছিঁড়ল বিদ্যুতের তার! ভয়ঙ্কর ঘটনা শান্তিপুরে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement