পেশায় ব্যবসায়ী ছিল রেজাউল সেখ। অন্যদিকে খড়গ্রাম বিধানসভার অন্তর্গত বালিয়া অঞ্চল যুব তৃণমূল সভাপতি পদে নিযুক্ত ছিলেন। আকস্মিক দুর্ঘটনায় তার প্রাণ জেতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। স্হানীয় বাসিন্দা শ্বাস্বত মুখার্জি জানান, নিত্যদিনের মতোই আমাদের সাথে ছিল রেজাউল সেখ। কাজ করে রাতে বাড়ি ফেরার পথে মটর বাইক দুর্ঘটনায় তার প্রাণ কেড়ে নিল।
advertisement
আরও পড়ুনঃ বড়সড় সাফল্য পেল রেজিনগর থানার পুলিশ! উদ্ধার আগ্নেয়াস্ত্র
মাথায় হেলমেট না থাকার কারণেই দুর্ঘটনায় বেঘরে প্রাণ গেল যুবকের। বারবার পথ নিরাপত্তা সপ্তাহ নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হলেও বর্তমানে অধিকাংশ হেলমেট বিহীন ভাবেই মটর বাইক চালায়। যার ফলে দুর্ঘটনায় মাথায় আঘাত লাগলেই তার প্রাণ যাওয়ার সংশয় থাকে।
আরও পড়ুনঃ প্রধানের উপর অনাস্থা! পঞ্চায়েত ভাঙচুর, প্রধানকে মারধর গ্রামবাসীদের
মটর বাইক চালানোর সময়ে হেলমেট ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। শনিবার দুপুরে পথ দুর্ঘটনায় মৃত রেজাউলের দেহ কান্দি মহকুমা হাসপাতালে মর্গে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে।
KOUSHIK ADHIKARY