খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে বিডিও অফিস সভাগৃহে এই সভার আয়োজন করা হল শুক্রবার। উপস্থিত ছিলেন রাজ্যের উদ্যান পালন মন্ত্রী সুব্রত সাহা, মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র, কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা, জঙ্গিপুর মহকুমা শাসক সৃঞ্জন শেখর। বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ও খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত ।
আরও পড়ুন: পুরুলিয়া মাতিয়ে দিলেন বাবুল সুপ্রিয়, দর্শক মহুয়া মৈত্র! কী এমন করলেন মন্ত্রী?
advertisement
মুলত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে এই প্রশাসনিক বৈঠকে। জমি জট কাটাতেই জন প্রতিনিধিদের বৈঠক করা হবে বলে জানা গিয়েছে। কি ভাবে জমি জট সমস্যা সমাধান হবে তা নিয়ে বৈঠক করা হল। তবে জমি জটে যাতে কাওরির কোন সমস্যা না হয় এবং সহজেই যাতে জমি জটের সমস্যা সমাধান হয় তার জন্যই মুলত এই বৈঠকের আয়োজন করা হয়।
আরও পড়ুন: অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ
এই জাতীয় সড়ক সম্প্রসারণ হলে আগামী দিনে অতি সহজেই মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্রে আরও নতুন সংযোগ তৈরি হবে। আগে মেদিনীপুর থেকে উত্তরবঙ্গ যেতে গেলে কলকাতা সংযোগ করে আসতে হতো। এই সড়ক তৈরি হলে অতি সহজেই মুর্শিদাবাদ জেলার নবগ্রামে এসে ৩৪নং জাতীয় সড়ক ধরে অনায়াসেই উত্তরবঙ্গ পৌঁছে যাওয়া হবে। ফলে কমবে অনেকটাই সময় বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ফলে মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্র আরও গুরুত্বপূর্ণ পাবে।
---কৌশিক অধিকারী