Abhishek Banerjee Rally: অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ

Last Updated:

কাঁথির কলেজ মাঠে এ দিন সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ শান্তিকুঞ্জ থেকে সভাস্থলের দূরত্ব মেরেকেটে দুশো মিটার৷

শান্তিকুঞ্জের বাইরে শব্দ দূষণের মাত্রা মাপছেন এক সিভিক ভলেন্টিয়ার৷
শান্তিকুঞ্জের বাইরে শব্দ দূষণের মাত্রা মাপছেন এক সিভিক ভলেন্টিয়ার৷
#কাঁথি: শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোড়া দূরত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা৷ সেই সভা ঘিরেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে কাঁথিতে৷ সভাকে কেন্দ্র করে যাতে কোনও ভাবেই বিরোধী দলনেতা অথবা তাঁর পরিবারকে কোনওভাবে বিরক্ত না করা হয়, সেই নির্দেশও দিয়েছে হাইকোর্ট৷
তাই অভিষেকের সভাকে কেন্দ্র করে শান্তিকুঞ্জের বাইরে সকাল থেকেই তৎপর পুলিশ৷ এমন কি, অভিষেকের সভার জন্য লাগানো মাইক থেকে শব্দ দূষণ হচ্ছে কি না, শান্তিকুঞ্জের বাইরে সাউন্ড মিটার হাতে নিয়ে তাও মেপে দেখছেন পুলিশকর্মীরা৷
advertisement
শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, তাঁর পরিবারের সদস্যদের ইচ্ছাকৃত ভাবে বিব্রত করতেই শান্তিকুঞ্জের সামনে এই সভার আয়োজন করা হয়েছে৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এ দিন সকাল থেকেই শান্তিকুঞ্জের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ৷
advertisement
শান্তিকুঞ্জের বাইরেই ব্যারিকেড দিয়ে নিরাপত্তার কারণে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে৷ অভিষেকের সভার জন্য শান্তিকুঞ্জের বাইরে লাগানো মাইক থেকেও শব্দদূষণ হচ্ছে কি না, নির্দিষ্ট সময় অন্তর সাউন্ড মিটার হাতে তা মেপে দেখছেন সিভিক পুলিশ অথবা অন্যান্য পুলিশ কর্মীরা৷ এমন কি, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসার এসেও শান্তিকুঞ্জের বাইরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে যান৷
advertisement
কাঁথির কলেজ মাঠে এ দিন সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ শান্তিকুঞ্জ থেকে সভাস্থলের দূরত্ব মেরেকেটে দুশো মিটার৷ এ দিন সকালেই অবশ্য শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী৷ ডায়মন্ড হারবারে পাল্টা সভা করার কথা তাঁর৷ বেলার দিকে শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে যান তৃণমূল সাংসদ এবং শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীও৷ যদিও অভিষেকের সভা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি৷
advertisement
কয়েকদিন আগেই অভিষেককে কাঁথির সভা করার পর শান্তিকুঞ্জে চা খেতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন দিব্যেন্দু৷ এ দিন অবশ্য সে প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি তিনি৷ তৃণমূলের দাবি, শুভেন্দু গড় কাঁথিতে অভিষেকের সভায় অন্তত এক লক্ষ মানুষের ভিড় হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee Rally: অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement