Purba Medinipore bomb blast: অভিষেকের সভার আগেই ভগবানপুরে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি, মৃত ৩
- Published by:Debamoy Ghosh
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
সকালেও বাড়ির কাছে একটি মাঠের মধ্যে একজনের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়৷ মৃত তিনজনের নাম রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন।
#ভগবানপুর: কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গভীর রাতে বোমা বিস্ফোরণে উড়ে গেল এক তৃণমূল নেতার বাড়ি৷ এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ গুরুতর আহত হয়েছেন দু' জন৷ সকালেও বাড়ির কাছে একটি মাঠের মধ্যে একজনের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়৷
মৃত তিনজনের নাম রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। রাজকুমার মান্না এলাকার তৃণমূল কংগ্রেসের তাবড় নেতা হিসেবেই পরিচিত। আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার জেরে শনিবার সকাল থেকে গোটা এলাকার পরিবেশ থমথমে রয়েছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভগবানপুরের ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানা এলাকার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেটি তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি রাজকুমার মান্নারই৷ পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ ঘটেছে৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পর ওই বাড়ি থেকে দেড় কিলোমিটার এবং আধ কিলোমিটার দূরত্বে দু'টি দেহ উদ্ধার করা হয়৷ ফলে দেহ অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ৷ এ দিন সকালে ওই বাড়ির কাছে মাঠের মধ্যে পড়ে থাকা বিশ্বজিৎ গায়েন নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেন গ্রামবাসীরা৷
advertisement
ভগবানপুরের স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অভিযোগ, ভূপতিনগরের তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধারই কাজ চলছিল৷ সেই সময় বিস্ফোরণ ঘটে৷ তাঁর অভিযোগ, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে৷ দেহ লোপাট করা হতে পারে বলেও আশঙ্কা তাঁর৷ এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক৷
advertisement
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা জবাব, 'অভিযোগ নথিভুক্ত করে আমরা জানিয়েছি ওই এলাকায় বিজেপি নেতারা বক্তব্যের মাধ্যমে উষ্কানি দেওয়া হচ্ছে, বিজেপি নেতারা বোমা সরবরাহ করা হচ্ছে৷ অভিষেকের সভা থেকে নজর ঘোরানোর চেষ্টা হবে বলেও আমরা গতকালই আশঙ্কা প্রকাশ করেছিলাম৷ তার পরেই এই ঘটনা৷ ফলে এতটা সরলীকরণ করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা ঠিক নয়৷ পঞ্চায়েতের আগে যারা রাজনৈতিক ভাবে লড়তে পারছে না তারা তৃণমূলের সংগঠনকে চাপে ফেলতেই এনআইএ-এর নাম নিচ্ছেন৷'
advertisement
একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত উত্তপ্ত ছিল ভূপতিনগরের বিস্তীর্ণ এলাকা। রাতের অন্ধকারে বোমাবাজি ও গুলির শব্দ প্রায় দিনই শোনা যায় বলে স্থানীয়দের দাবি৷ তার মধ্যেই ঘটল এই ঘটনা। এলাকায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2022 8:58 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipore bomb blast: অভিষেকের সভার আগেই ভগবানপুরে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি, মৃত ৩