Purba Medinipore bomb blast: অভিষেকের সভার আগেই ভগবানপুরে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি, মৃত ৩

Last Updated:

সকালেও বাড়ির কাছে একটি মাঠের মধ্যে একজনের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়৷ মৃত তিনজনের নাম রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন।

ভগবানপুরে তৃণমূল নেতার এই বাড়িতেই গভীর রাতে বিস্ফোরণ৷
ভগবানপুরে তৃণমূল নেতার এই বাড়িতেই গভীর রাতে বিস্ফোরণ৷
#ভগবানপুর: কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গভীর রাতে বোমা বিস্ফোরণে উড়ে গেল এক তৃণমূল নেতার বাড়ি৷ এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ গুরুতর আহত হয়েছেন দু' জন৷ সকালেও বাড়ির কাছে একটি মাঠের মধ্যে একজনের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়৷
মৃত তিনজনের নাম রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। রাজকুমার মান্না এলাকার তৃণমূল কংগ্রেসের তাবড় নেতা হিসেবেই পরিচিত। আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার জেরে শনিবার সকাল থেকে গোটা এলাকার পরিবেশ থমথমে রয়েছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভগবানপুরের ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানা এলাকার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেটি তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি রাজকুমার মান্নারই৷ পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ ঘটেছে৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পর ওই বাড়ি থেকে দেড় কিলোমিটার এবং আধ কিলোমিটার দূরত্বে দু'টি দেহ উদ্ধার করা হয়৷ ফলে দেহ অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ৷ এ দিন সকালে ওই বাড়ির কাছে মাঠের মধ্যে পড়ে থাকা বিশ্বজিৎ গায়েন নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেন গ্রামবাসীরা৷
advertisement
ভগবানপুরের স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অভিযোগ, ভূপতিনগরের তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধারই কাজ চলছিল৷ সেই সময় বিস্ফোরণ ঘটে৷ তাঁর অভিযোগ, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে৷ দেহ লোপাট করা হতে পারে বলেও আশঙ্কা তাঁর৷ এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক৷
advertisement
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা জবাব, 'অভিযোগ নথিভুক্ত করে আমরা জানিয়েছি ওই এলাকায় বিজেপি নেতারা বক্তব্যের মাধ্যমে উষ্কানি দেওয়া হচ্ছে, বিজেপি নেতারা বোমা সরবরাহ করা হচ্ছে৷ অভিষেকের সভা থেকে নজর ঘোরানোর চেষ্টা হবে বলেও আমরা গতকালই আশঙ্কা প্রকাশ করেছিলাম৷ তার পরেই এই ঘটনা৷ ফলে এতটা সরলীকরণ করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা ঠিক নয়৷ পঞ্চায়েতের আগে যারা রাজনৈতিক ভাবে লড়তে পারছে না তারা তৃণমূলের সংগঠনকে চাপে ফেলতেই এনআইএ-এর নাম নিচ্ছেন৷'
advertisement
একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত উত্তপ্ত ছিল ভূপতিনগরের বিস্তীর্ণ এলাকা। রাতের অন্ধকারে বোমাবাজি ও গুলির শব্দ প্রায় দিনই শোনা যায় বলে স্থানীয়দের দাবি৷ তার মধ্যেই ঘটল এই ঘটনা। এলাকায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipore bomb blast: অভিষেকের সভার আগেই ভগবানপুরে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি, মৃত ৩
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement