Abhishek Banerjee: শুভেন্দুর পাড়ায় আজ কোন ইস্যুতে আক্রমণ অভিষেকের? কাঁথিতে চর্চা তুঙ্গে

Last Updated:

কাঁথি শুভেন্দুর নিজের এলাকা, একে অধিকারী গড়ও বলা হয়৷ যদিও ‘অধিকারী গড়’ শব্দবন্ধ মানতে চায় না তৃণমূল৷

আজ কাঁথিতে অভিষেকের সভা৷
আজ কাঁথিতে অভিষেকের সভা৷
#কাঁথি: গত মাসেই পূর্ব মেদিনীপুরের তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন কুণাল ঘোষ৷ আর সেদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কথা ঘোষিত হয়েছিল৷
আজ ৩ ডিসেম্বরেই শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সভা করবেন অভিষেক৷ এর আগে হলদিয়ায় সভা করেছেন অভিষেক৷ ভোটের আগে কাঁথিতে সভা করেছিলেন৷ এ বার, পঞ্চায়েত নির্বাচনের সুর বেঁধে দিতে সভা করতে চলেছেন অভিষেক৷
advertisement
কাঁথি শুভেন্দুর নিজের এলাকা, একে অধিকারী গড়ও বলা হয়৷ যদিও ‘অধিকারী গড়’ শব্দবন্ধ মানতে চায় না তৃণমূল৷ তৃণমূলের লক্ষ্য এখন নিজের গড়েই শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করা৷ সেই লক্ষ্যেই এ বার দলীয় নেতা কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল৷
advertisement
গত মাসেই ঘোষণা করা হয়েছে, পঞ্চায়েত ও হলদিয়া পুরসভার নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের দুই সাংগঠনিক জেলায় দলের সাংগঠনিক দায়িত্ব সামলাবেন কুণাল ঘোষ৷ ইতিমধ্যেই হলদিয়ায় থেকে তাঁকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ অর্থাৎ, দেখা যাচ্ছে, আক্রমণের ঝাঁঝ বাড়াতে এ বার সবদিক থেকে পূর্ব মেদিনীপুরকে ঘিরে ধরতে চাইছে ঘাসফুল শিবির৷ এক দিকে সংগঠনে কুণালের মতো পোড় খাওয়া রাজনীতিক ও অন্য দিকে অভিষেকের সরাসরি চ্যালেঞ্জ৷
advertisement
কাঁথির মতো এলাকায় অভিষেকের সভা তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ সামনেই পঞ্চায়েত ভোট৷ বাংলার গ্রামের মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে রাজ্যজুড়ে ‘চলো, গ্রামে যাই’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল৷ গোটা রাজ্যজুড়েই একাধিক কর্মসূচি রয়েছে৷ কিন্তু ভোটের প্রচারের শুরুটা পূর্ব মেদিনীপুরে করার মাধ্যমে একটা বার্তা দিতে চাইছে তৃণমূল৷ একেবারে শুভেন্দু অধিকারীর গড়েই অভিষেকের সভা আসলে সেই সমানে সমানে লড়াইয়েরই বার্তা৷
advertisement
এ দিন কাঁথি বেছে নেওয়ার কারণ সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানানো। কারণ বিরোধী দলনেতা নানা ইস্যুতেই রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে। তাই পাল্টা আজ শুভেন্দুর পাড়ায় দাঁড়িয়ে অভিষেক কী রাজনৈতিক আক্রমণ শানান, সেদিকেই নজর সবার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: শুভেন্দুর পাড়ায় আজ কোন ইস্যুতে আক্রমণ অভিষেকের? কাঁথিতে চর্চা তুঙ্গে
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement