পুরুলিয়া : সামনেই পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ বাড়াতে ময়দানে নেমেছে শাসকবিরোধী শিবির গুলি। পুরুলিয়া জেলার হুড়া থানার অন্তর্গত লোধুড়কা ময়দানে অনুষ্ঠিত হলো তৃণমূলের সভা। এই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি ও পর্যটন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সাংসদ মহুয়া মিত্র। সভাকে ঘিরে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল।
সভার মঞ্চ থেকে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেশ্বর মাহাত টুসু গান গেয়ে মন মাতান জনতার। তাঁর গানের তালে নাচে ওঠেন দর্শকেরা। সভায় উপস্থিত অনেকেই বলেন দীর্ঘদিন টিভির পর্দায় তারা বাবুল সুপ্রিয়কে দেখেছেন এত কাছ থেকে মন্ত্রীকে দেখতে পেয়ে তারা ভীষণই খুশি। দুপুর থেকে অধীর আগ্রহে মন্ত্রী বাবুল সুপ্রিয়র আসার অপেক্ষাতেই ছিলেন তারা।
আরও পড়ুন: অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ
বিপুল জনসমাগমের মধ্যে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য তুমরাসল অঞ্চল থেকে আসা হিমাংশু মাহাত তৃণমূলের দলীয় পতাকা বডি পেইন্টিং করে সভায় যোগদান করেছিলেন। তিনি জানান তিনি দলকে ভীষণ ভালোবাসেন দিদি অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তিনি এই সভায় এসেছেন।
আরও পড়ুন: অভিষেক-শুভেন্দুর মহারণ দুই পরিবারের লড়াই, ফের বিস্ফোরক দিলীপ
এই দিনের এই সভায় বিপুল মানুষের সমাগম হয়েছিল। সভা শেষে পুরুলিয়ার বাসিন্দাদের প্রতি গানের মাধ্যমে নিজের আবেগ প্রকাশ করেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। মন্ত্রীর গানে মনমুগ্ধ হয়ে যায় জনতারা।----শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।