বহরমপুর আদালতের সরকারী আইনজীবীরা জানান, বহরমপুর পৌরসভার অধীনে সাফাই কর্মী, ডোম, মুচি ও অ্যাম্বুলেন্স চালক ও তৃতীয় লিঙ্গের মানুষ যারা পিছিয়ে পড়া শ্রেণিতে বসবাস করেন তাদের কে মূলত নিয়ে আসা হয়েছে বিচারকের আসনে। অভিনব উদ্যোগে তাদের কে সম্মান জানিয়ে বিচার ব্যবস্থা নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়। মুলত লোক আদালত থেকে মামলা দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যেই এই আইন প্রণয়ন করে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে একদিনের জন্য সাধারণ মানুষের বিচার করলেন সমাজের সাধারণ মানুষরা।
advertisement
আরও পড়ুন: দল বদলেও হারলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শেট্টিয়ার, কর্ণাটকের ভোটে পরাস্ত ১২ জন মন্ত্রী
বিচারকের আসনে থাকা তৃতীয় লিঙ্গের একজন জানান, আজকে একটি ঐতিহাসিক দিন। এই দিনে আমরা একদিনের জন্য বিচারকের আসনে বসতে পারার কারণে খুশি। যত দ্রুত সাধারণ মানুষের বিচার নিস্পত্তি হোক এটাই চাইব। এক সাফাই কর্মী কালাচাঁদ হরিজন জানান, আজকে দিনটা শুভ দিন। আমরা খুব খুশি আমাদের কে বিচারকের আসনে বসানো হয়েছে। যারা লোক আদালতে এসেছে তাদের সমস্যার সমাধান হোক এটাই চাইব আমরা।
আরও পড়ুন: সতেজ রূপ-যৌবন চান? তবে এই নিয়মে খান পান! একটা পান-পাতায় এত ক্ষমতা! জানুন
মুলত, ভারতের বিচারব্যবস্থার বিরােধ নিষ্পত্তির এক অভিনব বিকল্প রূপ এবং সাম্প্রতিক সংযোজন হল- লোক আদালত। লোক আদালত বলতে আমরা সেইসব আদালত এই বুঝি যেখানে দাম্পত্য কলহ, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিরােধ, পথ দুর্ঘটনা, বিমা সংক্রান্ত ক্ষতিপূরণের প্রশ্ন প্রভৃতি দেওয়ানি মামলার বিচার কম খরচে দ্রুত নিষ্পত্তি হয়ে থাকে। তাই স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে মানুষের কাছে ন্যায়বিচার পৌছে দেওয়ার এক প্রগতিশীল পদক্ষেপ হিসেবে লোক আদালত প্রতিষ্ঠা করা হয়।
কৌশিক অধিকারী