মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত ডাহাপাড়া গ্রাম ।এই গ্রামে বাগান পাড়া গ্রামের বাসিন্দাদের বসবাস। তাঁদের মূলরোজগার হস্তশিল্প। মুলত, বাঁশ কেটে ও বাঁশ ফাটিয়ে তৈরি করা হয় মাছ ধরার বিত্তি। শুধু তাই নয় বড়ি দেওয়ার কাজে ব্যবহার করা চাঁচ।যা বাঁশ দিয়ে তৈরী শিল্প। এর প্রধান উপকরণ বাঁশ। সাধারণত গ্রামের লোকেরা এই শিল্পের সঙ্গে জড়িত এবং বেশির ভাগ তারাই এসব ব্যবহার করে।
advertisement
আরও পড়ুন - Murshidabad News: পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী
বাঁশের ব্যবহার বিবিধ। বাঁশের তৈরি মাথাল, ওরা, ভার ইত্যাদি কৃষিকাজে ব্যবহৃত হয়। মাছ ধরার চাই, খালুই, জুইতা ইত্যাদি মৎস্যজীবীদের হাতিয়ার। বাঁশের দোচালা, চারচালা ও আটচালা ঘর; বাঁশের বেড়া, ঝাপ, বেলকি।
আরও পড়ুন - Murshidabad News: কেক তৈরি হচ্ছে রসমালাই-রাবড়ি দিয়ে, নতুন মিষ্টি-প্রেমে মজেছে বাঙালি!
এই সমস্ত হস্তশিল্প পেশা করে দৈনিক ৩০ থেকে ২০০ টাকা মজুরি হয়ে থাকে। এই গ্রামে প্রায় পনেরোটি ঘরের বসবাস। তাঁরা সকলেই এই পেশার সঙ্গে যুক্ত। তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন । ভোট আসে, ভোট যায়, হস্তশিল্পীদের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ঠিক মতো কাজে পান না বলেই আক্ষেপ। তবে গ্রামের মহিলা থেকে পুরুষ সবাই একত্রিত হয়ে দিনরাত পরিশ্রম করে এই হস্তশিল্প কাজ করে চলেছেন।
Kaushik Adhikary