TRENDING:

Murshidabad News: রাস্তায় শুয়ে থাকেন বৃদ্ধা, কারণ কী? সন্তানদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

Last Updated:

Murshidabad News: ৯০ বছরের বৃদ্ধাকে এভাবেই দিন কাটাতে হচ্ছে। ক্ষোভে ফুঁসছেন প্রতিবেশীরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ছেলে-নাতিরা বড় পদে চাকরি করে। অভিযোগ, গর্ভধারিণী মাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না ছেলেরা। রাস্তাতেই রাত কাটাচ্ছেন সামসেরগঞ্জ ফিল্ডের বৃদ্ধা তারা সরকার।
advertisement

জানা যায়, বৃদ্ধা মায়ের থাকার জায়গা নেই বাড়িতে। কিন্তু ছেলে এবং নাতিরা বড় পদে চাকরি করলেও বাড়িতে জায়গা না থাকার বাহানাতে অসুস্থ বৃদ্ধা মহিলার ঠিকানা এখন রাস্তাতেই। এমনই নির্মম চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সামসেরগঞ্জ ফিল্ড এলাকায়। ছেলে এবং নাতিদের কাছে আশ্রয় না পেয়ে রাস্তায় রাস্তায় লোকের দুয়ারে ঘুরে রাত কাটাচ্ছেন বছর ৯০'র বৃদ্ধা তারা সরকার।

advertisement

আরও পড়ুন: এই খাবার কখনও রেস্তরাঁয় গিয়ে অর্ডার করবেন না, সাবধান করলেন বিশ্বখ্যাত শেফ! কেন জানলে মাথা ঘুরবে

View More

জানা গিয়েছে, সামসেরগঞ্জ ফিল্ড এলাকার ৯০ বছরের বৃদ্ধা তারা সরকার। তিন ছেলে এবং দুই মেয়ে রয়েছে তাঁর বর্তমানে। এক ছেলে ফরাক্কার এনটিপিসিতে চাকরি করেন। পাশাপাশি নাতিদের মধ্যে একজন বিএসএফ, একজন আবার সামসেরগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ারের পদে কর্মরত। কিন্তু নিজেদের বাড়িতেই জায়গা না থাকার বাহানা দিয়ে মাকে বাড়িতে ঢুকতেই দিচ্ছেন না ছেলে-নাতিরা বলে অভিযোগ। ফলে এখন রাস্তাতেই রাত কাটাতে হচ্ছে ওই বৃদ্ধা মহিলাকে।

advertisement

আরও পড়ুন: বরফের চাঁই জাপটে ধরে গরম কাটাচ্ছে বাঘ-ভালুক, পশুদের 'কুল' করতে ব্যবস্থা সাফারি পার্কের

সম্প্রতি, মায়ের কষ্টের বিষয়টা আঁচ করে ঝাড়খন্ডের রাঁচিতে বিয়ে হওয়া এক মেয়ে মাকে নিয়ে চলে যান। সেখানেই থাকেন প্রায় দেড় বছর। কিন্তু মেয়ের বাড়িতে আর কতদিন। সম্প্রতি তাঁকে সামসেরগঞ্জ ফিল্ডে রেখে চলে যান তাঁর মেয়েও। এদিকে এতদিন পর বাড়িতে অসুস্থ বৃদ্ধা মা এলেও তাঁকে বাড়িতে জায়গা দেননি ছেলেরা বলেই অভিযোগ। এগিয়ে আসেননি তাঁর নাতিরাও। বাড়িতে অতিরিক্ত ঘর নেই, তাই মা-কে কোথায় রাখব। এই বাহানাতেই বাড়ির ভেতরে বৃদ্ধা মহিলাকে প্রবেশ করতেই দেয়নি সন্তানরা। ফলে অসুস্থ শরীর নিয়ে রাস্তাতেই দিন কাটাচ্ছেন বৃদ্ধা তারা সরকার। এলাকার বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রাস্তায় শুয়ে থাকেন বৃদ্ধা, কারণ কী? সন্তানদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল