আমাদের আশেপাশে এমন অনেকেই রয়েছেন যারা ঘুরতে ভালবাসে। ব্যাগপত্র গুছিয়ে মাঝে মধ্যেই অজানার উদ্দেশ্যে বেরিয়ে যেতে ভালবাসে। সেই নেশাই যদি পেশা করে নেওয়া সুযোগ মেলে তবে কেমন হয়? আর তাছাড়া বর্তমান সময়ে যেভাবে চাকরির চাহিদা তৈরি হচ্ছে, তাতে অনেকেই চাকরির সন্ধান করছেন। যারা ঘুরতে ভালবাসেন এবং জীবনযাপনের জন্য একটি চাকরি খুঁজছে, তাদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার।
advertisement
আরও পড়ুন- রঘুনাথগঞ্জে তড়িতাহত হয়ে মর্মান্তিক পরিনতি যুবকের
রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মধ্যে দিয়ে লালবাগ সুভাষ চন্দ্র বোস সেনটেনারী কলেজে চলছে ৩০ জন ছাত্র ও ছাত্রীদের নিয়ে গাইড প্রশিক্ষণ দিচ্ছে। পর্যটন শিল্পের বিকাশের জন্য ১০০ জন টুরিস্ট গাইড প্রশিক্ষণ সম্পন্ন করেছে উৎকর্ষ বাংলা।
আরও পড়ুন- আমিশ-নিরামিশ মিলেমিশে একাকার, আপনি কি খেতে ভালবাসেন? তাহলে এই ভিডিও অবশ্যই দেখুন
গাইডদের স্বীকৃতি দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাতে কলমে। হোমস্টে পলিসি কার্যকর হবে জেলায় আগেই ঘোষণা করে পর্যটন বিভাগ। হেরিটেজ ডেস্টিনেশন গুলিতে হোমস্টের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার।
রাজ্য সরকার থেকে উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে দেড় লক্ষ টাকা। 'হাউস কিপিং’-এর ট্রেনিং দিচ্ছে সরকার। পাশাপাশি, স্বীকৃতি দেওয়া হবে ট্যুর অপারেটারদেরও। মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারী থেকে হীরাঝিল প্রাসাদ সমস্ত কিছুই ইতিহাস ওপর সমস্ত কিছু হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের ফলে আগামী দিনের গাইডরা সমস্ত কিছুই পর্যটকদের বোঝাতে সক্ষম হবেন। পাশাপাশি যে সমস্ত পর্যটকরা মুর্শিদাবাদ জেলাতে আসবেন তাদেরকে নবাবের তথা এই জেলার ইতিহাস সম্পর্কে ভাল ভাবে বোঝাতে সক্ষম হবেন বলে আশা করা যাচ্ছে।
কৌশিক অধিকারী