জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কুয়াশার কারণে ডোমকল থেকে বহরমপুর গামী একটি একটি বেসরকারি বাস ও অপরদিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় দৌলতাবাদ থানার নয় মাইল এলাকায়। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যুর কোনো খবর না পাওয়া গেলেও আহত হয় বাস বোঝাই যাত্রী সহ দুই গাড়ির চালক।
আরও পড়ুন: এখনও জনপ্রিয়তায় শীর্ষে বাবু, আলিপুর চিড়িয়াখানার বাদশাকে দেখতে উপচে পড়া ভিড়!
advertisement
ঘটনার জেরে, স্থানীয় মানুষজনের হস্তক্ষেপে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার ফলে সাময়িক ভাবে রীতিমতো যানজটের সৃষ্টি হয় ওই রাজ্য সড়কে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে হাত লাগায় দৌলতাবাদ থানার পুলিশ। শীতের সকালে নির্জন এলাকায় ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করছে স্থানীয় মানুষজন।
আরও পড়ুন: আর ফসল নষ্ট নয়, এবার স্বনির্ভর হবেন কৃষকরা! কৃষকদের জন্য রয়েছে কেন্দ্রের সেরা ৬ প্রকল্প
অন্যদিকে বাস দুর্ঘটনায় আহতদের বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য। আহত বাস যাত্রী জানান, আমরা লোচনপুর থেকে বহরমপুরে আসছিলায। তবে ঘন কুয়াশার কারণে বাস ধীর গতিতে আসছিল। তবে দৌলতাবাদের কাছে নয় মাইল এলাকায় একটি লরি এসে ধাক্কা মারে। গুরুতর আহত হয় দুই গাড়ির চালক ও আমাদের বাসের যাত্রীরা। বর্তমানে সকলেই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দৌলতাবাদ থানার পুলিশ। পুলিশ গিয়ে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তাও খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
কৌশিক অধিকারী