TRENDING:

Murshidabad Durgapuja 2022: শুধু বড় নয়, এবার ‘বিশাল বড়’, এবারের পুজোয় বিষ্ণুপুরে নজর কাড়বে ৭৫ ফুটের দুর্গা প্রতিমা

Last Updated:

মা দুর্গার এই প্রতিমা দেখে চমকে উঠবে শহর ছাড়িয়ে রাজ্যবাসী। এমনই ভাবনা চিত্তা নিয়ে পূজোর প্রস্তুতি তুঙ্গে পূজো কমিটির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুর: বেজে গিয়েছে দুর্গাপুজোর ঘণ্টা। ঢাকে কাঠি পড়তে মাত্র আর কয়েকটা দিন। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। ফুটেছে পথে ঘাটে কাশ ফুল। আর দুর্গাপুজো আগে জোর কদমে প্রস্তুতি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে বড় নয়, আরও বড়। মা দুর্গার এই প্রতিমা দেখে চমকে উঠবে শহর ছাড়িয়ে রাজ্যবাসী। এমনই ভাবনা চিত্তা নিয়ে পূজোর প্রস্তুতি তুঙ্গে বিষ্ণুপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির।
advertisement

এ বছরের বিশেষ আকর্ষণ ৭৫ ফুটের দুর্গা প্রতিমা। জোর কদমে চলছে প্রস্তুতি। মা দুর্গার অপরূপ বিশালাকার প্রতিমা দেখার অধীর আগ্রহে শহরবাসীকে অপেক্ষা করতে হবে উদ্বোধনের দিন অর্থাৎ চতুর্থী পর্যন্ত। কোভিড মহামারি পরিস্থিতি কাটিয়ে এবছর ২৮তম বর্ষে পদার্পণ করল বিষ্ণুপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। প্রতি বছরই থিমের পুজোর নতুনত্বে নজর কাড়ে এই পূজো কমিটি। করোনা মহামারীর কারণে বিগত দুই বছর বিশেষ আড়ম্বর না হওয়ায় এই বছর জোর কদমে চলছে প্রস্তুতি। এই বছরের বিশেষ আকর্ষন ৭৫ফুটের দুর্গা প্রতিমা।

advertisement

আরও পড়ুন -  ‘বুর্জ খালিফা’ তো অনেক হল, এবার পুজোয় সোনায় মোড়া 'বুর্জ আল আরব'

আরও পড়ুন -  East Bengal News: লাল হলুদের নতুন সিইও নম্রতা পারেখ, চিনে নিন

চলছে প্রতিমা তৈরি থেকে প্যান্ডেল সজ্জার কাজ। বড় নয়, আরও বড়। মা দুর্গার এই প্রতিমা দেখে চমকে উঠবে শহর ছাড়িয়ে রাজ্যবাসী। এমনই ভাবনা চিত্তা নিয়ে পূজোর প্রস্তুতি তুঙ্গে পূজো কমিটির।

advertisement

৭৫ ফুটের শুধু মা দুর্গা নয়, লক্ষ্মী, গনেশ, কার্তিক, সরস্বতী থাকছে বিশাল আকারের। কলকাতাতে বড় দুর্গাপুজো করে তাক লাগিয়ে দিলেও পিছিয়ে থাকল না মুর্শিদাবাদ জেলা। তবে দিনরাত এক করে দুর্গোৎসব কমিটির সদস্যরা এখন চুড়ান্ত ব্যস্ত। মুর্শিদাবাদ জেলার নজরকাড়া প্রতিমা তৈরিতে ব্যস্ততা তুঙ্গে প্রতিমা শিল্পীদের। তবে মানুষকে বড় উপহার দিতে পারবে বলেই আশাবাদী পুজো কমিটির সদস্যরা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Kaushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Durgapuja 2022: শুধু বড় নয়, এবার ‘বিশাল বড়’, এবারের পুজোয় বিষ্ণুপুরে নজর কাড়বে ৭৫ ফুটের দুর্গা প্রতিমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল