Durga Puja 2022: ‘বুর্জ খালিফা’ তো অনেক হল, এবার পুজোয় সোনায় মোড়া 'বুর্জ আল আরব'

Last Updated:

বুর্জ খলিফা নয়, দর্শক টানতে এবারে সোনায় মোড়া 'বুর্জ আল আরব'মেদিনীপুরের পুজোয়, প্রায় ৮০ বছরের পুরানো ঐতিহ্যশালী দুর্গাপুজো ছোট বাজার দুর্গোৎসব কমিটির এবারে থিম বুর্জ আল আরব।

+
মেদিনীপুরের

মেদিনীপুরের ছোট বাজার সর্বজনীন দুর্গোৎসব।

#পশ্চিম মেদিনীপুর: বুর্জ খলিফায় প্রাবন্ধি, তাই দর্শক টানতে এবারে সোনায় মোড়া 'বুর্জ আল আরব' ছোট বাজারের পূজো মন্ডপে। সামনেই বাংলা আর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।আর এই দূর্গোপূজোর প্রস্তুতি ইতিমধ্যেই শহর জেলা ও রাজ্যজুড়ে।তবে এই পুজোতে নতুন নতুন ধরনের থিম এবং নতুন নতুন থিমের প্রতিমা দর্শকদের উপহার দিয়ে নজর করে জেলা ও রাজ্যের পুজো মণ্ডপ গুলি।এক্ষেত্রে পিছিয়ে থাকে না বনেদি পুরাতন পুজো গুলিতেও।
তবে প্রায় ৮০ বছরের পুরানো ঐতিহ্যশালী দুর্গাপুজো ছোট বাজার দুর্গোৎসব কমিটির এবারে থিম বুর্জ আল আরব। যদিও এবারে তাদের থিমের পরিকল্পনা ছিল বুর্জ খালিফা কিন্তু ১০০ ফুটের উপর বুর্জ খালিফা করতে গিয়ে প্রশাসনের অনুমতিতে সমস্যায় পড়েন উদ্যোক্তারা।
advertisement
advertisement
অবশেষে সেই থিম পরিবর্তন করে দুবাইয়ের বুর্জ আল-আরব গড়তে চাইছে এই ছোট বাজার। প্রায় কুড়ি লক্ষ টাকা খরচা করে এই মন্ডপে থাকছে পুরো সোনায় মোড়া। দিনে এক ধরনের এই মন্ডপ দেখা যাবে রাতের সৌন্দর্যে আরেক ধরনের।এছাড়া প্রতি ঘন্টা এবং সেকেন্ডে এই মন্ডপের রূপ এবং রং পরিবর্তন হবে। যা নজর কাড়বে দর্শকদের। দীর্ঘ করোনা কাল কাটিয়ে অবশেষে আগের মত পুজো হতে চলায় দর্শকদের মধ্যে ভিড় উচ্ছ্বাস থাকবে এই মণ্ডপ কে ঘিরে বলে মনে করছেন উদ্যোক্তারা।ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যেই এই মন্ডপের কাজ দ্রুতগতিতে সেরে ফেলতে চাইছেন তারা।
advertisement
এই মন্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকবে নতুনত্ব। কলকাতার কুমোরটুলি থেকে সাবেকি প্রতিমা এবারে আনা হচ্ছে এই মন্ডপে।তাই এই বিগ বাজেটের মন্ডপের পাশাপাশি প্রতিমা নজর কাড়বে মেদিনীপুর শহরে বলে আশাবাদী উদ্যোক্তারা।পুজো উদ্যোক্তারা বলেন, প্রথমে আমাদের পরিকল্পনা ছিল বুর্জ খালিফা কিন্তু দেখা গেল এই বুর্জ খালিফা করতে গেলে ছোট জায়গার উপর সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট মন্ডপে প্রশাসন কিছুতেই অনুমতি দিচ্ছে না। কারণ নিরাপত্তা এবং ভিড়ের কারণে এই মন্ডপে নিষেধাজ্ঞা। তাই আমরা বুর্জ খালিফা ছেড়ে দুবাইয়ের সোনার এই বুর্জ আল আরব মন্ডপে তৈরি করছি।যা দেখতে ভিড় জমাবেন দর্শকরা।দিনের পাশাপাশি রাত্রেও ভিন্ন ভিন্ন রঙের এই মন্ডপের রূপ নজর কাড়বে দর্শকদের।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Durga Puja 2022: ‘বুর্জ খালিফা’ তো অনেক হল, এবার পুজোয় সোনায় মোড়া 'বুর্জ আল আরব'
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement