TRENDING:

Murshidabad Rain: অপেক্ষার অবসান! মুর্শিদাবাদ জেলায় দেখা মিলল বৃষ্টির, স্বস্তির নিঃশ্বাস চাষীদের

Last Updated:

অবশেষে সেই বৃষ্টির দেখা মিললো মুর্শিদাবাদ জেলায় ৷ তবে বৃষ্টি হলেও চিন্তায় কৃষি দফতর! মুর্শিদাবাদ জেলাতে এখনও পর্যন্ত প্রায় ৬১শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। ক্ষতি হচ্ছে ধান চাষে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ বর্ষার খামখেয়ালিপনায় এবছর দেশের মরু অঞ্চলে বান ডাকলেও বাংলায় ঘাটতি ছিল বর্ষার। অবশেষে সেই বৃষ্টির দেখা মিললো মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে বৃষ্টি হতেই মুখে হাসি ফুটেছে চাষীদের। পরিসংখ্যান বলছে, মুর্শিদাবাদ জেলায় ১ লক্ষ ৯৪ হাজার হেক্টরের মধ্যে ১ লক্ষ ২০ হাজার হেক্টরে চাষ হয়েছে।
advertisement

এখনও পর্যন্ত বৃষ্টির যা পরিস্থিতি তাতে বাকি জমিতে আদৌ ধান চাষ হবে কি না তা নিয়ে চিন্তিত কৃষি দফতর। মুর্শিদাবাদ জেলাতে এখনও পর্যন্ত প্রায় ৬১শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। পাশাপাশি যেসব জমিতে এখনও পাট পচানো হয়নি সেই সব জমিতে আর চাষ হবে না ধরে নিতে হচ্ছে। কারণ, মুর্শিদাবাদ জেলায় একটি বড় অংশের জমিতে পাট চাষ হয়। ফলে এবার কৃষকদের স্বার্থে অন্যভাবে ভাবা শুরু করেছে কৃষি দফতর। আগাম রবি চাষ অর্থাৎ শীতকালীন ফসল চাষ করার উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। এর জন্য কৃষকদের উৎসাহ দিতে বীজ ও অনুখাদ্য সরবরাহ করা হবে। এবং আগাম চাষে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। সেখানে বেশি করে সরষে, ভুট্টা, মুসুরি, কলাই যাতে ভালভাবে চাষ করা যায় তার উদ্যোগ নেওয়া হবে।

advertisement

আরও পড়ুন:  প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কিভাবে রক্ষা করবেন নিজেকে, দেখুন ভিডিও

আরও পড়ুন: বস্তা করে পাচার হচ্ছিল বিশেষ খোসা! দাম শুনলে চমকে যাবেন!

View More

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম, নবগ্রাম, ভরতপুর সহ বিভিন্ন ব্লকে ধান চাষের ওপর নির্ভর করে থাকেন চাষীরা। এবছর সেই ভাবে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত ছিল চাষীদের। তবে যেটুকু বৃষ্টি হচ্ছে তা নিয়েই ধান চাষ করছেন চাষীরা। চাষীদের কথায়, ‘‘এই বছর সেই ভাবে বৃষ্টি নেই। যেটুকু বৃষ্টি হচ্ছে তা দিয়েই চাষ করতে হচ্ছে। তবে এতদিন বৃষ্টি হয়নি। ভাদ্র মাসে বৃষ্টি হওয়ার ফলে কিছুটা চাষ হবে। আজকে বছরের সেরা জল। তবে এই বৃষ্টি আগে হলে খুশি হতাম’’। কিছুটা আশানুরূপ চাষ করা যাবে বলে ধারণা চাষীদের। তবে কৃষি আধিকারিক পরেশ নাথ বল জানান, এখনো পর্যন্ত বৃষ্টির ঘাটতি আছে। যে পরিমাণ এখন বৃষ্টি হচ্ছে, তাতে বর্ষাকাল মনে হচ্ছে এতদিনে। এই রকম বৃষ্টি হলেই অনেকেই ধান চাষ করতে পারবেন আরও কিছুদিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উখড়াবাসীদের জন্য সুখবর,তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ!দূর হবে রেল গেট যন্ত্রণা
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Rain: অপেক্ষার অবসান! মুর্শিদাবাদ জেলায় দেখা মিলল বৃষ্টির, স্বস্তির নিঃশ্বাস চাষীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল