Murshidabad News: বস্তা করে পাচার হচ্ছিল বিশেষ খোসা! দাম শুনলে চমকে যাবেন!

Last Updated:

Murshidabad News: বিশেষ খোসার দাম শুনলে অবাক হবেন! বস্তা বস্তা পাচার করা হচ্ছিল। গ্রেফতার দুই!

উদ্ধার হওয়া পোস্তর খোসা সহ গাড়ি 
উদ্ধার হওয়া পোস্তর খোসা সহ গাড়ি 
#মুর্শিদাবাদ:  গরু কান্ডের মধ্যেই উদ্ধার হল ৩৭ লক্ষ টাকা মূল্যের পোস্তর খোসা। বিপুল পরিমান পোস্তর খোসা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল বহরমপুর কাস্টমস।মঙ্গলবার বহরমপুরের চুঁয়াপুর কাস্টমসের সুপার অরিজিৎ ঘোষ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তারা গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার ইলামবাজার এলাকায় বারো চাকার একটি ট্রাককে আটক করে। সেই ট্রাক থেকে উদ্ধার হয় ৪৬৩ কেজি পোস্তর খোসা।
গ্রেফতার করা হয় পর্বত সিং ও বলজিৎ সিং নামে দুই ব্যক্তিকে। ধৃতরা হরিয়ানা থেকে ট্রাকটি নিয়ে আসে এবং রাস্তার মধ্যে তারা রেলের কিছু যন্ত্রাংশ তারা গাড়িতে লোড করে। তারপর বীরভূমের ইলামবাজারে এসে ওই গাড়িতে পোস্তর খোসা লোড করে। বিপুল পরিমান পোস্তর খোসা দেশের রাজধানী দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। ধৃতরা জেরায় স্বীকার করেছে যে, এই ধরনের পাচারের কাজ তারা আগে থেকেই করে। উদ্ধার হওয়া পোস্তর খোসার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৩৭ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয়।
advertisement
advertisement
প্রশাসন মুর্শিদাবাদ জেলায় বেআইনি পোস্ত চাষের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারপর থেকেই বেআইনি পোস্ত চাষ তারপর থেকেই বন্ধ। কিন্তু মাদক কারবারিদের হাতে রয়ে গিয়েছে আফিম ও খোসা। পোস্তর দাম আকাশছোঁয়া হলেও বাঙালির কিন্তু পাতে পোস্ত লাগে। কিন্তু এই পোস্তর খোসা কি কাজে ব্যবহার করা হয়? সুত্র মারফত জানা যাচ্ছে, পোস্তর খোসা মূলত নেশার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।যদিও কাস্টমস সুত্রে জানা গিয়েছে, কি কারণে এত পরিমাণ নিষিদ্ধ পোস্তর খোসা নিয়ে যাওয়া হচ্ছিল তার ও পৃথক তদন্ত করবে কাস্টমস বিভাগ।
advertisement
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বস্তা করে পাচার হচ্ছিল বিশেষ খোসা! দাম শুনলে চমকে যাবেন!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement