West Bengal Lottery Result: বিড়ি বিক্রি করে চলে সংসার! কেটেছিলেন লটারির টিকিট! তারপর যা হল ভাবতেও পারবেন না!

Last Updated:

West Bengal Lottery Result: পেশায় বিড়ি ব্যবসায়ী! কোনও মতে সংসার চলে। কষ্ট করে কেটেছিলেন লটারির টিকিট! ভাবেননি এমন কাণ্ড ঘটতে পারে! অবাক হবেন জানলে!

লটারি হাতে কোটিপতি লটারি বিজেতা গোলাপ সেখ 
লটারি হাতে কোটিপতি লটারি বিজেতা গোলাপ সেখ 
#মুর্শিদাবাদ:  একটি মাত্র টিকিট কেটেই কোটিপতি হলেন এক ব্যক্তি। কেউলটারি কেটে সর্বস্ব হারাচ্ছেন আবার কেউবা হচ্ছেন কোটিপতি। লটারিতে এক কোটি টাকা পেয়ে রাতারাতি কোটিপতি হলেন সামসেরগঞ্জের বিড়ি ব্যবসায়ী গোলাপ সেখ। ৪১০ টাকা মূল্যের ৫০ সেমের টিকিট কেটে ভাগ্য খুলে যায় সামসেরগঞ্জের ভাসাইপাইকর অঞ্চলের সাহেবনগর গ্রামের ওই ব্যক্তির। আর এদিকে লটারিতে কোটিপতি বিজেতা হওয়ার পরে টিকিটের টাকা মিলতেই গোলাপ সেখের বাড়ির সামনে ভিড় জমেছে এলাকাবাসীর। দোগাছি এলাকাতে টিকিট কেটেই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। এক কোটি টাকা মিলতেই কার্যত হইচই শুরু হয়। আনন্দে আত্মহারা হয়ে উঠে গোলাপ সেখ।
পেশায় বিড়ি ঠিকাদার দৈনন্দিন লটারি কাটতেন। স্বপ্ন ছিল একদিন কোটিপতি হবেন। আর সেই কারণেই নিত্যদিন এই টিকিট কেটে থাকেন। তবে টিকিটের সংখ্যা মিলতেই কোটিপতি হতেই খুশি পরিবার সহ লটারি বিজেতা।লটারি বিজেতা গোলাপ সেখ জানান, আমি ৪২০ টাকার টিকিট কেটেছিলাম। দৈনন্দিন লটারি টিকিট কেটে থাকি।
advertisement
advertisement
তবে দৈনিক আমার রোজগার ১০০০ টাকা। আর সেই টাকা থেকেই লটারি টিকিট কেটেছিলাম । আমি লটারি টিকিট কাটার কিছুক্ষণ পরে জানতে পারি কোটি টাকা পেয়েছি। আমার ৫জন ছেলে মেয়ে আছে। এই লটারির টাকাতে বাড়ি ঘর নতুন করে নির্মাণ করব। পাশাপাশি ছেলে মেয়েদের কে ভালো ভাবে মানুষ করব বলে আশা করি। এদিকে লটারিতে এক কোটি টাকা মিললেও হাজার হাজার পরিবার লটারির টিকিটের ফলেই বিধ্বস্ত হচ্ছে। ফলে স্বাভাবিক কারণেই লটারির টিকিট নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জনমানসে।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
West Bengal Lottery Result: বিড়ি বিক্রি করে চলে সংসার! কেটেছিলেন লটারির টিকিট! তারপর যা হল ভাবতেও পারবেন না!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement