Cooch Behar News: মাছ ধরার জালে উঠে এলেন সোনার গোপাল ঠাকুর! ভাবের হাটে শোরগোল
- Published by:Piya Banerjee
Last Updated:
Cooch Behar News: শীতলকুচি এলাকায় ভাবের হাট শিব মন্দিরের পাশের খুটামারা নদীতে মাছ ধরতে গিয়ে উদ্ধার একটি গোপাল ঠাকুর। জানুন অলৌকিক কাহিনি!
#শীতলকুচি: কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় ভাবের হাট শিব মন্দিরের পাশের খুটামারা নদীতে মাছ ধরতে গিয়ে উদ্ধার একটি গোপাল ঠাকুর! স্থানীয় সূত্র মারফত জানা যায়, 'আজ দুপুর আনুমানিক দুটো নাগাদ অভাবের হাট শিব মন্দিরে পাশের নদীতে মাছ ধরতে যায় কিছু ব্যক্তি। মাছ ধরা চলাকালীন সময়ে আচমকাই তারা নদী থেকে একটি ছোট গোপাল ঠাকুরের মূর্তি উদ্ধার করেন।' নদীর থেকে এই ধরনের ঠাকুরের মূর্তি উদ্ধার হওয়ার কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যক্তি রফিকুল রহমান জানান, "মাঝেমধ্যেই এই নদীতে মাছ ধরতে যান বহু মানুষ। তবে আগে কোনদিন এ ধরনের ঘটনা ঘটেনি। আজ কয়েকজন মানুষ এই নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। আচমকাই তারা একটি ছোট গোপাল ঠাকুরের বিগ্রহ পান নদী থেকে। তারপর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শীতলকুচি থানার পুলিশ এসে গোপাল ঠাকুরের বিগ্রহটিকে নিয়ে যায়।।"
তবে জন্মাষ্টমীর পর আচমটাই কোচবিহার জেলার শীতলকুচির এলাকার খুটামারা নদী থেকে গোপাল ঠাকুরের বিগ্রহ উদ্ধার হওয়ার কারণে এলাকা জুড়ে রীতিমত চাঞ্চল্য বিরাজ করছে। যিনি এই গোপাল ঠাকুরের মূর্তি পেয়েছেন তিনি শিতলকুচি এলাকার গাদো পোতার বাসিন্দা মোহাম্মদ আলী মিয়া। তিনি জানান, "এদিন দুপুরবেলা তারা কয়েকজন মিলে খুটামারা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরতে ধরতে আচমকা তারা এই মূর্তিটি খুঁজে পান।
advertisement
advertisement
তারপর তারা এলাকার আশেপাশের মানুষদের বিষয়টি জানানোতেই এলাকা জুড়ে শোরগোল শুরু হয়ে যায়। পরবর্তীতে শীতলকুচি থানার পুলিশ এসে মূর্তি থেকে নিয়ে যায়। "তবে এই মুহূর্তে উদ্ধারের বিষয় নিয়ে শীতলকুচি থানায় যোগাযোগ করা হলে থানা থেকে জানানো হয়, "ভাবের হাট এলাকার শিব মন্দিরের পাশের খুটামারা নদী থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়েছে। কিছু স্থানীয় মানুষ এই মূর্তিটিকে মাছ ধরতে গিয়ে উদ্ধার করেছেন। পরবর্তীতে খবর পাওয়া মাত্র শীতলকুচি থানার পুলিশ গিয়ে মূর্তি থেকে সেখান থেকে নিয়ে আসে।" তবে অনুমান করা হচ্ছে এই মূর্তিটি আশেপাশের এলাকার কোন মন্দিরের। এছাড়াও এখনও পর্যন্ত মূর্তিটিকে সোনার বলেই অনুমান করা হচ্ছে।
advertisement
সার্থক পন্ডিত
Location :
First Published :
August 23, 2022 8:08 PM IST