পাশাপাশি সমস্যার সমাধান নিয়েও আলোচনা করা হয়। এদিন এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঝটিকা সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ স্যান্যাল জানান, মুর্শিদাবাদ জেলার অন্যতম এই ব্লক গ্রামীণ হাসপাতালকে ঢেলে সাজানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের প্রথম দশে মুর্শিদাবাদের চার কৃতী
advertisement
নতুন ভবন তৈরীর পরিকল্পনা করা হয়েছে। খুব তাড়াতাড়ি নতুন ভবনের কাজ শুরু করা হবে। পাশাপাশি হাসপাতালের বেড ও পরিধি যাতে বৃদ্ধি পায় তার জন্যও পরিদর্শন করা হল।
আরও পড়ুনঃ ভাঙন জ্বলন্ত সমস্যা সামশেরগঞ্জ ব্লকের বাসিন্দাদের
আগামী দিনে জেলার এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শয্যা সংখ্যা আরও বৃদ্ধি পেলে উপকৃত হবেন চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। ফলে এদিন এই সালার গ্রামীণ হাসপাতালের উন্নয়নের জন্য পরিদর্শন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
KOUSHIK ADHIKARY