TRENDING:

Murshidabad Lok Adalat- আদালতের মামলা নিষ্পত্তি হচ্ছে রাস্তায়! অবাক লাগছে? দেখুন..

Last Updated:

বহরমপুরে মুর্শিদাবাদ জেলা আদালতের পক্ষ থেকে ভ্রাম্যমাণ লোক আদালতের আয়োজন করা হয়। কলকাতার পর জেলা স্তরে এই প্রথম মুর্শিদাবাদে আয়োজন করা হল এই আদালতের। লোক আদালতের কাজ হচ্ছে সাধারণ মানুষের হয়রানির লাঘব ও মামলার দ্রুত নিষ্পত্তি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুরঃ রাজ্য জুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ, কিন্তু তাতেও ঘুম ভাঙছে না পথচারীদের। দৈনিক বেড়েই চলেছে দুর্ঘটনা। আর এর জন্য দায়ী চালক থেকে পথচারী উভয়েই। এর ওপর কোনো কোনো ক্ষেত্রে বৈধ কাগজপত্র ছাড়াই গাড়ি চালাচ্ছেন চালক। এর প্রতিকারে রাস্তায় নেমে এল আদালত। শনিবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা আদালতের পক্ষ থেকে ভ্রাম্যমাণ লোক আদালতের আয়োজন করা হয়। কলকাতার পর জেলা স্তরে এই প্রথম মুর্শিদাবাদে আয়োজন করা হল এই আদালতের।
advertisement

লোক আদালতের কাজ হচ্ছে, সাধারণ মানুষের হয়রানি লাঘব ও মামলার দ্রুত নিষ্পত্তি করা। বেশিরভাগ ক্ষেত্রেই মামলার দিন পেতে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এতে বিলম্বিত হয় মামলার রায়দান প্রক্রিয়া। মূলত পেন্ডিং কেস কম করার লক্ষ্য এই লোক আদালতের। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ট্রাফিক কেস দায়ের করার পাশাপাশি দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন বলে মত জেলা জজের।

advertisement

আরও পড়ুন- মুর্শিদাবাদের এই গ্রামে আত্মীয়তা করতে চাননা কেউ! কারণ জানলে আপনার চোখ কপালে উঠবে!

জেলা জজ ইন্দ্রনীল অধিকারীর কথায়, কলকাতার বাইরে পরীক্ষামূলক ভাবে এই প্রথম মুর্শিদাবাদ জেলাতে ভ্রাম্যমাণ লোক আদালত করা হল। সাধারণ মানুষকে দ্রুত কেস থেকে মুক্তি দেওয়াই হল আসল লক্ষ্য। এখানে মূলত ট্রাফিক কেস দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে। মোটর ভেহিকেল আইনে যা যা কেস হয়, সেই কেসের দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে বহরমপুরে। তবে ট্রাফিক আইন না মানলে যেমন ফাইন করা হচ্ছে, ঠিক তেমনই মোটর ভেহিকেল অ্যাক্ট ধারায় গ্রেফতারের মামলাও করা হচ্ছে। কিছু ক্ষেত্রে স্পট ফাইন দিয়ে তা দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। তার কারণ কোর্টে গেলে অনেকটা সময় ব্যয় হয়। ফলে লোক আদালতের মধ্যে দিয়েই ফাইন দিচ্ছেন।

advertisement

আরও পড়ুন- ঝড়ে উড়ে গেল ১৫ টি বাড়ির চাল! বজ্রাঘাতে মৃত ১, কালবৈশাখীর তান্ডব বড়ঞাতে!

অন্যদিকে, সাধারণ মানুষকে জানানো হচ্ছে মোটরবাইক চালাতে গিয়ে অতি অবশ্যই হেলমেট পড়া উচিৎ। নিজের জীবনের সাথে পরিবারের কথাও মাথায় রাখা উচিৎ বলে জানান তারা। বহরমপুরে এই ভ্রাম্যমাণ লোক আদালতের ফলে খুশি সাধারণ মানুষও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Lok Adalat- আদালতের মামলা নিষ্পত্তি হচ্ছে রাস্তায়! অবাক লাগছে? দেখুন..
Open in App
হোম
খবর
ফটো
লোকাল