Murshidabad News- ঝড়ে উড়ে গেল ১৫ টি বাড়ির চাল! বজ্রাঘাতে মৃত ১, কালবৈশাখীর তান্ডব বড়ঞাতে!

Last Updated:

শুক্রবার বিকেলে হঠাৎ কালবৈশাখীর ঝড়ের তান্ডব দেখা গেল মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে। বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। উড়ে গেল বাড়ির চাল। গাছ ভেঙে পড়ল বেশ কিছু জায়গায়। ভেঙে পড়ে মাটির বাড়িও 

বড়ঞাতে কালবৈশাখির তান্ডব। ভেঙে পড়েছে গাছ ও কাঁচা ঘর
বড়ঞাতে কালবৈশাখির তান্ডব। ভেঙে পড়েছে গাছ ও কাঁচা ঘর
#বড়ঞাঃ শুক্রবার বিকেলে হঠাৎ কালবৈশাখীর তান্ডব দেখা গেল মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে (Murshidabad News)। বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। উড়ে গেল বাড়ির চাল। গাছ ভেঙে পড়ল বেশ কিছু জায়গায়। ভেঙে পড়ে মাটির বাড়িও।কালবৈশাখীর জেরে শুক্রবার বিকাল সাড়ে চারটে নাগাদ বড়ঞা ব্লকের কয়থা পশ্চিম পাড়ায় উড়ে গেল একাধিক বাড়ির চাল, ভেঙে পরল মাটির বাড়ি। এলাকার বাসিন্দারা জানিয়েছে, প্রবল ঝড়ে অন্তত ১৫ টি বাড়ির চাল উড়ে গিয়েছে। একাধিক মাটির বাড়ি, কোনটি সম্পূর্ণ, কোনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তারা। ঝড়ের দাপটে একাধিক গাছও ভেঙে পড়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সহ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। গাছ ভেঙে পড়ার পড়েই দ্রুত গতিতে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় যুবকরা।
অন্যদিকে, বড়ঞাতে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকালে এই ঘটনাটি ঘটেছ বড়ঞা থানার সুন্দরপুর গ্রামে(Murshidabad News)। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৈয়দ রশিদ আলি। পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই শুক্রবার বিকালে মাঠে ধানের জমিতে কাজে গিয়েছিলেন তিনি। হঠাৎ করে ঝড় ও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় বজ্রাঘাতে জখম হলে মাঠে থাকা মানুষজন তাকে উদ্ধার করে, বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বড়ঞা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। প্রবল গরমের মধ্যে কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
advertisement
Koushik Adhikary
advertisement
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- ঝড়ে উড়ে গেল ১৫ টি বাড়ির চাল! বজ্রাঘাতে মৃত ১, কালবৈশাখীর তান্ডব বড়ঞাতে!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement