Murshidabad News- মুর্শিদাবাদের এই গ্রামে আত্মীয়তা করতে চাননা কেউ! কারণ জানলে আপনার চোখ কপালে উঠবে!

Last Updated:

এই গ্রামে কেউ আত্মীয়তা করতে চাননা। মুর্শিদাবাদ জেলার দুর্জয়পলসাবাসী ন্যুনতম নাগরিক অধিকারের উন্নয়নের অপেক্ষায়, অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন

+
গ্রামের

গ্রামের রাস্তার বেহাল দশা

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের প্রত্যন্ত এলাকা বিপ্রশেখর গ্রাম। আর সেই বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের দুর্জয়পলসা গ্রামের প্রধান রাস্তার অবস্থা বেহাল। যার ফলে এই গ্রামে কেউ আত্মীয়তা করতে চাননা। রাস্তা সংস্কারের দাবি করছেন গ্রামের বাসিন্দারা। পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার দুর্জয়পলসাবাসী ন্যুনতম নাগরিক অধিকারের উন্নয়নের অপেক্ষায়, কার্যত চরম অসহায় অবস্থায় নিত্য যন্ত্রণা নিয়েই দিন কাটাচ্ছেন।
মরশুমের ঝড়বৃষ্টি শুরু হতেই গ্রামের সমস্যা আরও তীব্র হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই গ্রামে প্রায় এক হাজার পরিবারের বসবাস। কিন্তু বসবাস হলেও এই গ্রামে কেউ যেমন আসতে ভয় পান, ঠিক তেমনই গ্রামের মানুষের সাথে আত্মীয়তা করতে চাননা অন্য গ্রামের বাসিন্দারা। ফলে আজও পিছিয়ে থেকে গেছে এই গ্রাম। গ্রামবাসীরা জানাচ্ছেন, ভোট আসতেই গ্রামে উপস্থিত হন বিভিন্ন দলের জেলা ও রাজ্য স্তরের নেতারা। মেলে একাধিক আশ্বাস। তবে সেটা শুধুই অব্যাহত থাকে ভোটের দিন পর্যন্ত। ভোট আসে ভোট চলেও যায় কিন্তু গ্রামের প্রধান রাস্তাটির বেহাল দশা প্রায় একই রয়ে যায় বছরের পর বছর ধরে।
advertisement
advertisement
বর্তমান পরিস্থিতিতে, গ্রামের এক হাজার পরিবারের মধ্যে গর্ভবতী থেকে শারীরিক অসুস্থ বা অন্য কোনো দুর্ঘটনাগ্রস্ত মানুষকে আজও হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় একমাত্র মানুষের কাঁধ! হ্যাঁ ঠিকই শুনেছেন, কাঁধে করেই প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোগীদের সুস্থ করার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যে কোন বিপদ আপদে গ্রামে মোটরগাড়ির প্রবেশ তো অনেক দূরের কথা, বছর তিনেক ধরে গ্রামের রাস্তায় চলেনা গরুর গাড়িটুকুও। গ্রামে ঢোকার প্রধান এই রাস্তার অবস্থা বর্তমানে এতটাই শোচনীয় যে এই গ্রামের বাসিন্দাদের সাথে বিয়ে দিতেও আঁতকে ওঠেন পার্শ্ববর্তী গ্রামের অধিকাংশ মানুষ।
advertisement
যদিও বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জানান, অবিলম্বে এই রাস্তার কাজ শুরু করা হবে। সংস্কার করা হবে গ্রামের এই প্রধান রাস্তা। কবে এই আশ্বাস বাস্তবে পরিণত হয় তার আশায় দিন গুণছে দুর্জয়পলসাবাসী।
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- মুর্শিদাবাদের এই গ্রামে আত্মীয়তা করতে চাননা কেউ! কারণ জানলে আপনার চোখ কপালে উঠবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement