১৭ লক্ষ টাকা ব্যায়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষকে জন পরিষেবা পৌঁছে দিতেই কল্যাণপুর এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নতুন ভবন তৈরি করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল সেই ভবন।
আরও পড়ুন: মাঝরাতে পরিবারকে ঘরে আটকে রেখে উঠোন থেকে টোটো চুরি! তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়
advertisement
মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত কল্যাণপুর এক গ্রাম পঞ্চায়েত। ১৯৭৮ সালে তৈরি হওয়া এই গ্রাম পঞ্চায়েত বর্তমানে ভগ্নদশায় ছিল। পঞ্চদশ অর্থ কমিশনে নতুন করে পঞ্চায়েত ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। কয়েক মাস বাদেই পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের আগেই নতুন করে ভবন নির্মাণ করে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া একমাত্র লক্ষ্য।
৮টি গ্রাম সংসদ এলাকার বাসিন্দারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে ও নানা কাজে এখানে আসেন। তার ফলে পুরনো ভবনটিতে জায়গার অভাব দেখা দিয়েছিল। ভিড়ের কারণে সাধারণ মানুষ নাজেহাল হত। তাই বাসিন্দারা বড় পরিসরের দাবি জানাচ্ছিলেন। পাশাপাশি জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সরকারি বিভিন্ন পরিষেবা নিতে আসা মানুষের সংখ্যাও বেড়েছে। আগের যে ভবনটি ছিল সেটি পুরনো হয়ে গিয়েছে। সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। ফলে নতুন একটি ভবন গড়ার দাবি উঠছিল। সবগুলি দিক বিবেচনা করে পঞ্চায়েত কর্তৃপক্ষ পুরাতন ভবনের পাশেই আরও একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়। এদিন সেই নতুন ভবনের উদ্বোধন হওয়ায় খুশি বাসিন্দারা।
কৌশিক অধিকারী





