Cooch Behar News: মাঝরাতে পরিবারকে ঘরে আটকে রেখে উঠোন থেকে টোটো চুরি! তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়
- Reported by:SARTHAK PANDIT
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
Cooch Behar News: বাড়ির লোককে ঘরের ভেতরে আটকে রাখতে দরজার কড়া বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল চোর। বহু কষ্ট করে বাইরে বেরিয়ে পরিবারের মানুষেরা দেখেন, উঠোনের মধ্যে থাকা দু’টি টোটোর মধ্যে একটি নিয়ে গিয়েছে চোর।
মাথাভাঙা: মাঝরাতে বাড়ির ভেতর থেকে টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ির লোককে ঘরের ভেতরে আটকে রাখতে দরজার কড়া বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল চোর। বহু কষ্ট করে বাইরে বেরিয়ে পরিবারের মানুষেরা দেখেন, উঠোনের মধ্যে থাকা দু’টি টোটোর মধ্যে একটি নিয়ে গিয়েছে চোর। ঘটনাটি মাথাভাঙা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাইশগুড়ি এলাকায়। একই এলাকায় পরপর এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে।
চুরি যাওয়া টোটোর মালিক তাপস দাস বলেন, ‘‘মধ্যরাতে বাইরে থেকে দরজার কড়া বন্ধ করে দেয় চোর। তার পরেই টোটো চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়াও টোটোর সঙ্গে টোটো গাড়ির চার্জার-সহ বাইরে থাকা বেশ কিছু আসবাবপত্রও চুরি করে নিয়ে গিয়েছে চোর। দ্রুত খবর পাঠানো হয় মাথাভাঙা থানায়। পুলিশ বাড়িতে এলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।’’ এই টোটোই ছিল তাপস দাসের সংসার চালানোর একমাত্র ভরসা।
advertisement
advertisement
মাথাভাঙা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, মাথাভাঙা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাইশগুড়ি এলাকায় আগেও বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাটিরও লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। দ্রুত সবকটি ঘটনার নিষ্পত্তি করা সম্ভব হবে। লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ধরে ফেলা সম্ভব হবে।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 1:03 PM IST







