Darjeeling Weather: তাপপ্রবাহে জ্বলছে দক্ষিণবঙ্গ! উত্তরে কী অবস্থা? পাহাড়ে কি আদৌ ঠান্ডা পড়ল
- Published by:Teesta Barman
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
Darjeeling Weather: আগামী ৪৮ ঘন্টায় পারদ আরও চড়বে। সেদিক থেকে অনেকটাই স্বস্তিদায়ক উত্তরবঙ্গ। এই সময়ে পারদ এমন না থাকলেও তুলনামূলকভাবে মনোরম আবহাওয়া। বলছেন পর্যটকেরা। কিছুতেই যেন পাহাড় ছেড়ে বাড়ি ফিরতে চাইছে না মন!
advertisement
advertisement
advertisement
advertisement
খুশি বেড়াতে আসা পর্যটকেরা। কলকাতা থেকে বেড়াতে আসা জ্যাসমিন লস্কর এবং দেবারতি মুখোপাধ্যায়রা উপভোগ করছেন পাহাড়ি আবহাওয়া। রোদ ঝলমলে আকাশ। পরিষ্কার পাহাড়। ম্যালের ভিউ পয়েন্ট থেকে চলে দেদার সেল্ফি আর গ্রুপফি তোলার হিড়িক। পর্যটকদের কথায়, কলকাতাতে এই সময়ে রাস্তায় বার হওয়া কার্যত কষ্টকর। চারদিকে লু বইছে।
advertisement
আগামী ৪৮ ঘন্টায় পারদ আরও চড়বে। সেদিক থেকে অনেকটাই স্বস্তিদায়ক উত্তরবঙ্গ। এই সময়ে পারদ এমন না থাকলেও তুলনামূলকভাবে মনোরম আবহাওয়া। বলছেন পর্যটকেরা। কিছুতেই যেন পাহাড় ছেড়ে বাড়ি ফিরতে চাইছে না মন! গত সপ্তাহেও টানা ৩ দিন বরফের চাদরে ঢাকা পড়েছিল পূর্ব সিকিমের একাধিক জায়গা। আগামী ২৪ ঘণ্টাতেও পাহাড় এবং সমতলের কয়েকটি জায়গায় ঝড়, বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।