বর্তমান রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মানুষ সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তাও খোঁজ নিচ্ছেন বিধায়ক থেকে জনপ্রতিনিধিরা। আর এবার সেই দিদির দূত সুরক্ষা কর্মসূচির মধ্যেই খোদ বিধায়ককে নিয়েই গান বাঁধলেন কবিয়াল নিমাই হালদার ।
আরও পড়ুন: বাইকের উপর ওটা কী বসানো! অদ্ভূত এক রোজগার, চমকে যাচ্ছেন সকলেই
advertisement
একদা মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের এস টি মোর্চার ব্লক সভাপতি নিমাই হালদার, আগে তিনি পঞ্চায়েত সদস্য ও ছিলেন। পাশাপাশি তিনি বিখ্যাত কবিয়াল হিসেবেই পরিচিত। দিদির সুরক্ষা কবচ কর্মসূচির ফাঁকে সাধারণ মানুষকে শুনাচ্ছেন দুই কলি গান।
আরও পড়ুন:Murshidabad News: ১৩ জনকে কামড়েছে একসঙ্গে! গোটা গ্রামজুড়ে রক্ত, কে এল মুর্শিদাবাদের এই গ্রামে?
গানে বলেছেন এম এল এ এসেছেন, আপনাদের কাছে। দিদির দূতরা সঙ্গে এসেছেন। থাকলে সমস্যা গিয়ে জানান, আপনারা এম এল এর কাছে। দিদির দূতেরা সঙ্গে এসেছেন। আর এই গানে মুগ্ধ এখন নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় এই গান ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। যা প্রশংসিত হয়েছে। তবে বিধায়ক তার কথায়, কবিয়াল নিমাই হালদার এত সুন্দর গান পরিবেশন করতে পারার জন্য আমরাও বেশ খুশি।
কৌশিক অধিকারী