Murshidabad News: বাইকের উপর ওটা কী বসানো! অদ্ভূত এক রোজগার, চমকে যাচ্ছেন সকলেই

Last Updated:

Murshidabad News: বিহারের আরা জেলার বেলুয়া গ্রাম থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মোটর বাইক নিয়ে সম্প্রতি কিছু দিন ধরেই ছাতু বিক্রি করছেন সঞ্জয় কুমার সিং।

+
অদ্ভূত

অদ্ভূত এক রোজগার

মুর্শিদাবাদঃ বর্তমানে স্মার্ট ফোন আর মোবাইলের যুগে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি। আর সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে ছাতু তৈরি। অভিনব পদ্ধতি দেখা গেল মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। বিহার থেকে আগত এক ব্যবসায়ী এসে মোটর সাইকেলের ওপর মেশিন বসিয়ে চোখের সামনেই তৈরি করছেন ছোলার ছাতু।
ভিন রাজ্য থেকে এসে মোটরবাইকের ওপর মেশিন নিয়ে বিক্রি করতে দেখা গেল ছাতু। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌরসভার পাহাড়ঘাটি এলাকায় দেখা গেল মোটর বাইক নিয়ে ওই ছাতু বিক্রেতাকে। নিজের সখের মোটর বাইকের মধ্যেই ছোট্ট একটি মেশিন বসিয়ে তিনি দেশি ছোলার ছাতু তৈরি করছেন।
advertisement
advertisement
বিহারের আরা জেলার বেলুয়া গ্রাম থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মোটর বাইক নিয়ে সম্প্রতি কিছু দিন ধরেই ছাতু বিক্রি করছেন সঞ্জয় কুমার সিং। তাঁর নিজের মোটরবাইকের মধ্যেই মেশিন বসিয়ে গ্রামে গ্রামে ছাতু ফেরি করছেন বলে জানা গিয়েছে ।
advertisement
বাড়ির সদস্যদের সামনেই কেজি হিসেবে ছোলা নিয়ে তা মেশিনে পিষিয়ে দেওয়া হচ্ছে। আর সেই দেশি ছোলা কয়েক মিনিটের মধ্যেই মেশিনের সাহায্য পিষে ছাতু তৈরি হচ্ছে। যা বিক্রি করেছেন ছাতু বিক্রেতা সঞ্জয় কুমার সিং। তবে এক কিলো ছাতু তৈরি করতে খরচ পড়ে ১২০টাকা। দৈনিক ৩০ থেকে ৪০ কেজি ছাতু তৈরি করা হয়ে থাকে। তবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাতু কিনতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ধুলিয়ানের পাহাড় ঘাটি এলাকায়।
advertisement
গ্রামীণ এলাকায় নিজেদের চোখের সামনে এই ভাবে ছাতু পিষতে দেখে খুশি ক্রেতারাও। প্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিনব পদ্ধতির দেখা মিলছে ধুলিয়ান পৌরসভা এলাকায়।
---কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বাইকের উপর ওটা কী বসানো! অদ্ভূত এক রোজগার, চমকে যাচ্ছেন সকলেই
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement