এই নৌকা বাইচ হল একটি বহু প্রাচীন প্রতিযোগিতা। এটি আসলে নদীতে নৌকা চালনোর প্রতিযোগিতা। একদল মাঝি নিয়ে এক একটি দল গঠিত হয়। এমন অনেকগুলো দলের মধ্যে নৌকা দৌড় বা নৌকা চালানোর প্রতিযোগিতা চলে।
আরও পড়ুন: আর ভরসা নেই পঞ্চায়েতের কাজে! গ্রামবাসীরাই চাঁদা তুলে বানিয়ে ফেলল বাঁশের সাঁকো
advertisement
ক্লাবের সদস্যরা জানান, এই এলাকায় ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ নেই, এই এলাকা নদী কেন্দ্রিক এলাকা তাই আমরা ভৈরব নদীতে জল কমার সঙ্গে সঙ্গে নৌকা বাইচের প্রতিযোগিতা করে এলাকার মানুষজনদের মনরঞ্জন করার চেষ্টা করেছি। এদিনের প্রতিযোগিতায় নদী কেন্দ্রিক এলাকার মোট ১৫ টি দল অংশগ্রহণ করে।
আরও পড়ুন: হোটেল বুকিং নেই. ট্রেনের টিকিট নেই, দুর্গাপুজোয় এই জায়গায় যেতে লাগবে না কিছুই
খেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে ক্লাবের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই ধারে ভিড় জমিয়ে ছিলেন এলাকার মানুষজনেরা। নৌকা বাইচ দেখতে নদীর দুপাড়ে, আশপাশের বাড়ির ছাদ, গাছের ডালে, ব্রিজের রেলিংয়ে উঠে পড়েন হাজার হাজার মানুষ।
কৌশিক অধিকারী