Murshidabad News: আর ভরসা নেই পঞ্চায়েতের কাজে! গ্রামবাসীরাই চাঁদা তুলে বানিয়ে ফেলল বাঁশের সাঁকো
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
পঞ্চায়েত বা প্রশাসন থেকে কোন আর্থিক সাহায্য না মেলার কারণেই দুর্গাপুজোর আগে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে এই বাঁশের সেতু তৈরি করেছেন গ্রামের বাসিন্দারা।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের অন্তর্গত হারুয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে লালুপুর গ্রামে শ্রোতা নদীর ওপর নিজেদের উদ্যোগে বাঁশের সেতু তৈরি করছে গ্রামের বাসিন্দারা। পঞ্চায়েত বা প্রশাসন থেকে কোন আর্থিক সাহায্য না মেলার কারণেই দুর্গাপুজোর আগে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে এই বাঁশের সেতু তৈরি করেছেন গ্রামের বাসিন্দারা।
পাগলা নদীর একটি শাখা হল শ্রোতা নদী। বর্ষার সময়ে নদীতে প্রচুর জল থাকে। যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামের বাসিন্দাদের। আগে পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশের সেতু করা হলেও তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে, ২০১৯ সালে ২৬ লক্ষ টাকা ব্যায়ে ব্রিজ তৈরি করার জন্য কাজ শুরু হয়। একটি পিলার বসানো হলেও তা অজানা কারণেই মাঝ পথে ব্রিজের কাজ বন্ধ হয়ে যায়। যার ফলে প্রবল সমস্যায় পড়তে হয় গ্রামের বাসিন্দাদের।
advertisement
advertisement
এবছর বর্ষাতে বাঁশের অস্থায়ী সেতু ভেঙে চলে যায়। যার কারণে গ্রামের বাসিন্দারা আরও প্রবল সমস্যায় পড়েছেন। পরে গ্রামের বাসিন্দাদের উদ্যোগে যাতায়াত করার জন্য নৌকা ভাড়া করা হয়, আর সেই নৌকাতে করেই যাতায়াত করতে থাকেন গ্রামের বাসিন্দারা। নৌকাতে যাতায়াত করতে গেলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। যদিও অস্থায়ী ভাবে ব্রিজ করার জন্য আবেদন করা হলেও পঞ্চায়েতের পক্ষ থেকেও তা করা হয়নি। ফলে গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে বাঁশের সেতু তৈরি করছেন। এই ব্রিজের ওপর দিয়ে প্রসুতি রোগী থেকে সাধারণ মানুষ কে যাতায়াত করতে হয়। সামনেই শারদীয়া দুর্গাপুজো, গ্রামে তিনশোর অধিক মানুষের বসবাস। আর সেই কারণেই তড়িঘড়ি করে এই ব্রিজ নির্মাণ করা হচ্ছে নিজেদের উদ্যোগে। নিজেরা চাঁদা তুলে শ্রম দান করে তৈরি করছেন এই বাঁশের সেতু ।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2023 1:15 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: আর ভরসা নেই পঞ্চায়েতের কাজে! গ্রামবাসীরাই চাঁদা তুলে বানিয়ে ফেলল বাঁশের সাঁকো