Durga Puja Tour: হোটেল বুকিং নেই. ট্রেনের টিকিট নেই, দুর্গাপুজোয় এই জায়গায় যেতে লাগবে না কিছুই

Last Updated:

Durga Puja Tour: ঝটিকা সফর হোক এই উদ্যান! হারিয়ে যাবেন মন ভাল করা পরিবেশে দুর্গাপুজোয় আনন্দে ছুটি কাটাতে চান, তাহলে ঘুরে আসতেই পারেন হাতের কাছে সুভাষ উদ্যানে। পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য দারুণ জায়গা।

+
কান্দির

কান্দির গোকর্ণে অবস্থিত সুভাষ উদ্যান 

মুর্শিদাবাদ: শরতের নীল আকাশ, নদীর ধারে কাশ ফুলের মেলা, জরিবোনা রোদ্দুর আর বাতাসে পুজোর গন্ধ নিয়ে উমা যখন বাপের বাড়ি আসেন তখন মন যেন কিছুতেই চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে চায় না। এমনিতেই বাঙালির পায়ের তলায় রয়েছে সর্ষে। ক’দিনের ফাঁক পেলেই বেরিয়ে পড়তে মন চায় সকলের।কিন্তু মন চায় বললেই তো আর বেরিয়ে পড়া যায় না। তার জন্য দরকার প্রস্তুতি।
পুজোর চারদিন ছুটি তো নাহয় পাওয়া গেল কিন্তু ট্রেন বা ফ্লাইটের টিকিট বুকিং তো আর নিমেষেই পাওয়া যায় না। তার ওপর রয়েছে থাকার জায়গা মানে হোটেলের বন্দোবস্ত। কিছুই তো আগে থেকে ঠিক করা নেই। তাহলে সেই চার দেওয়ালের মধ্যে! আরে অতো অধৈর্য হবেন না। আছে আছে। মন ভাল করার জন্য কাছে পিঠে ঘুরে আসারও জায়গা আছে।
advertisement
advertisement
দুর্গাপুজোর মধ্যে আনন্দে ছুটি কাটাতে চান, তাহলে ঘুরে আসতেই পারেন হাতের কাছে সুভাষ উদ্যানে। পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য দারুণ জায়গা। কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোকর্ণ এলাকায় পুকুর কে কেন্দ্র করে ৬০ বিঘা জমির ওপর তৈরি করা হয়েছে এই উদ্যান।
advertisement
পার্কের মধ্যে ঢুকলেই দেখা যাবে নানা মূর্তি। আছে সিমেন্টের হাতি, গরু, ডলফিন, গন্ডার ও বিভিন্ন প্রজাতির ছাগল। সঙ্গে আছে বিশাল আকারের বাগান। ফুল থেকে আরম্ভ করে বিভিন্ন গাছ। যা নজর কাড়বে সকলের। তবে পার্কের মধ্যে মাছ ও নানা ধরনের পাখির দেখা মিলবে অনায়াসেই। কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে গত এক বছর আগে ৮ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মাণ করা হয়েছে সুসজ্জিত নেতাজী সুভাষ উদ্যান। পুজোর মধ্যে বাচ্চাদের নিয়ে ছুটি কাটাতে একদিন বা এক বেলার জন্য আসা যেতে পারে এই পার্কে।
advertisement
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Durga Puja Tour: হোটেল বুকিং নেই. ট্রেনের টিকিট নেই, দুর্গাপুজোয় এই জায়গায় যেতে লাগবে না কিছুই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement