আন্দুলিয়া গ্রামের ওপর দিয়ে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। সাধারণের সুবিধার্থে জেলা পরিষদের অধীনে গ্রাম সড়ক যোজনার অন্তর্গত এই রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আন্দুলিয়া গ্রামের প্রধান এই রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। খানা খন্দে ভর্তি। বৃষ্টির হলে জমে থাকছে জল। ফলে নিত্যদিন বেড়ে চলেছে দুর্ঘটনা। বাসিন্দাদের অভিযোগ নির্বাচনের সময় পরিযায়ী পাখিদের মতো নেতারা ভোট চাইতে এসে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও ভোট মিটতেই তাঁরা নিখোঁজ হয়ে যান।
advertisement
আরও পড়ুনঃ নসীপুর রেল ব্রীজ পরিদর্শন করলেন অধীর চৌধুরী ও রেল আধিকারিকরা
আরও পড়ুনঃ স্কুলের মধ্যেই পাখিদের জন্য বাসা তৈরি করল পড়ুয়ারা!
পাশাপাশি প্রশাসনকে দুষে তাঁদের বক্তব্য, পথ নিরাপত্তা বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও রাস্তার খানাখন্দের বিষয়ে নজর নেই। কবে এই রাস্তার সংস্কার হবে জানে না কেউই। তবে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার কার্যত রাস্তার বেহাল দশা আর নির্বিকার প্রশাসনের অভিযোগকে স্বীকার করে জানিয়েছেন, কান্দি মাষ্টার প্ল্যানের কাজ করার জন্য বোল্ডার নিয়ে যাওয়ার ফলে রাস্তা ভেঙে যায়। সেচ দফতরের পক্ষ থেকে এই রাস্তা সংস্কার না করা হলে আমাদের পক্ষ থেকে রাস্তা সংস্কার করা মুস্কিল। এই রাস্তার সংস্কারে আইনি জটিলতা ও আর্থিক সামর্থ্য নেই বলে জানান তিনি।
কৌশিক অধিকারী





