Murshidabad: স্কুলের মধ্যেই পাখিদের জন্য বাসা তৈরি করল পড়ুয়ারা!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে স্কুলে গেলেই দেখা মিলবে ছাত্র ও ছাত্রীদের দ্বিতীয় বাড়ি । স্কুল ছাত্র ও ছাত্রীদের এখন দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে।
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে স্কুলে গেলেই দেখা মিলবে ছাত্র ও ছাত্রীদের দ্বিতীয় বাড়ি । স্কুল ছাত্র ও ছাত্রীদের এখন দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে। আর সেই স্কুল বাড়িতে দিব্যি সুন্দর ঘর তৈরি করা হয়েছে পাখীদের। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। বহরমপুর শহরের গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনে তৈরি করা হয়েছে পাখিদের নিরাপদ আশ্রয়। এক ভালোবাসার ঘর। স্কুল, যাকে বলা হয় পড়ুয়াদের দ্বিতীয় বাড়ি। যা ছাত্র ও ছাত্রীদের মন্দির। আর সেই বাড়িতে এবার অভিনব পদ্ধতি গ্রহণ করা হল। পাখিদের নিরাপদ আশ্রয় দিতে তৈরি করা হল বিভিন্ন ছোট ছোট ঘর।
advertisement
দিব্যি সুন্দর নিজেদের মতো করে ঘর তৈরি করা হয়েছে, যা ভালোবাসা পাচ্ছেন পাখিরা। সবুজের সমারহে গাছের ডালে বা স্কুলের বারান্দায় চোখ দিলেই দেখা যাবে হলুদ বা রঙিন ছোট্ট ছোট্ট ঘর। শিক্ষকদের সহযোগিতায় পড়ুয়ারা তাদের পড়াশুনোর ফাকেই একবার করে চোখ দিয়ে দেখেন যত্ন করে পাখির বাসা কে নজর রাখা হয়। স্কুলের টিফিন হোক বা, ক্লাসের মাঝে পাখিদের যত্ন দিয়ে দেখা হয়।
advertisement
স্কুলের শিক্ষকদের তৎপরতায় ছোট ছোট রঙিন ঘর গাছের ডালে বারান্দায় ১৭টি বাসা তৈরি করেছে। তবে বর্তমানে তিনটে চারটে নতুন আশ্রয়ে পায়রা ও শালিকরা আসছেন। যা দেখে আনন্দে আত্মহারা স্কুলের পড়ুয়ারা। স্কুলের গাছের বাসাতেই এখন পাখিরা আসছেন, তৈরি করেছেন শান্তিপূর্ণ ভাবে সংসার।
advertisement
এই সংসারে কে যত্ন করে নিরাপত্তা দিচ্ছেন স্কুলের ছাত্ররা। তবে বর্তমানে স্কুলের করিডর আর নষ্ট নয়, পায়রা গুলো এখন শান্তিপূর্ণ ভাবেই সংসার যাপনের করছেন ছোট্ট তাদের নিজেদের ঘরে। ছাত্ররা তারা নিজেদের অবসরে পাখিরা কেমন আছে তা দেখছেন। নজর রাখছেন পাখির বাসা গুলোকে।
advertisement
KOUSHIK ADHIKARY
view commentsLocation :
First Published :
August 20, 2022 6:39 PM IST