Murshidabad: মেয়েদের আত্মরক্ষা আর পশুপ্রেম সচেতনতার বার্তা দিতে সাইকেলে বহরমপুর থেকে কলকাতা

Last Updated:

বহরমপুর থেকে কলকাতা, প্রায় দুশো কিলোমিটার পথ সাইকেলের প্যাডেলে ভর দিয়ে উড়ান দিল প্রসেনজিৎ দাস, তরুণ রজত দাস ও অত্রি।

+
title=

#বহরমপুরঃ বহরমপুর থেকে কলকাতা, প্রায় দুশো কিলোমিটার পথ সাইকেলের প্যাডেলে ভর দিয়ে উড়ান দিল প্রসেনজিৎ দাস, তরুণ রজত দাস ও অত্রি। লক্ষ্য সমাজকে সচেতনতার পাঠ দেওয়া ও মেয়েদের আত্মরক্ষার সাহস জোগানো আর অবোলা প্রাণীদের প্রতি ভালোবাসার উদ্রেক। তবে বিষয় যখন মেয়েদের আত্মরক্ষা তখন সেই দলে মেয়ে থাকবেনা তা কি হয়! তিন সদস্যের এই দলে রয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রী অত্রি। বর্তমান দিনে শুধুই পুঁথিগত বিদ্যা নয়। ছকে বাঁধা পড়াশোনা থেকে বেরিয়ে প্রাণোচ্ছলতায় ভরপুর ও স্বপ্ন সাকার করতে মরিয়া এইসব তরুণ তরুণীদের পাথেয় অদম্য সাহস।
বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ ঘাট থেকে রওনা দিল তিন সাইকেল আরোহী। ওই স্কুলছাত্রী অত্রি জানান, মেয়েদের আত্মরক্ষার বিষয় নিয়ে সচেতন করতে চাই । পথে-ঘাটে অনেক প্রাণী থাকে। আমরা চাই তাদের জন্য সরকার কিছু করুক। সেই বার্তা দিতে আমি সাইকেলে এই পথ পাড়ি দেওয়ার লক্ষ্য ঠিক করেছি।সাইকেল আরোহীদের মধ্যে প্রসেনজিৎ দাস ওরফে জোজো সদ্যই সাইকেলে করে গোটা ভারত ঘুরে এসেছে। ইতি মধ্যেই সে সাইকেল প্রেমী।
advertisement
আরও পড়ুনঃ পালিত হচ্ছে কৃষ্ণের জন্মতিথি, জানুন এই পুজোর বিস্তারিত নিয়ম...
দিল্লি থেকে কন্যা কুমারিকা সর্বত্র দুই চাকার সাইকেলে ভর করে গোটা দেশ ভ্রমণ করেছে। তার সাইকেলের সামনে লেখা রয়েছে, সেভ নেচার সেভ ফিউচার। নদী দূষণ রোধ ও থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতায় সাইকেলে যাত্রা রজত দাসের কথায় সেলফ ডিফেন্স লিখে যাত্রা শুরু করেছে অত্রি ভট্টাচার্য্য। আগামী ২৬শে আগষ্ট আমরা কলকাতা পৌঁছাব। তবে অন্য আর এক সাইকেল আরোহী রজত দাস জানালো, 'আমার এই যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, সমাজের মানুষের জন্য কিছু করা'। তাদের এই সাইকেল প্রথম থামবে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাইকেল চুরির ঘটনায় বড় ধরনের সাফল্য পেল পুলিশ! উদ্ধার বহু সাইকেল
মূলত দিনে চলবে সাইকেল। রাতে বিশ্রাম। এই যাত্রাপথে তাদের সহযোগিতা করেছে একটি বেসরকারি সংস্থা। শুভেচ্ছা জানাতে ওই সংস্থার সদস্যরাও এদিন গোরাবাজারে গঙ্গার ঘাটে হাজির ছিলেন। তবে মুর্শিদাবাদ জেলা থেকে কলকাতা সাইকেলে নিয়ে সচেতনার পাঠ দিতে মরিয়া এই তিনজন সাইকেল আরোহী। পরিবারের সম্মতি পেয়েছে যথেষ্ট বলেই দাবি তাদের।
advertisement
KOUSHIK ADHIKARY
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: মেয়েদের আত্মরক্ষা আর পশুপ্রেম সচেতনতার বার্তা দিতে সাইকেলে বহরমপুর থেকে কলকাতা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement