Murshidabad: সাইকেল চুরির ঘটনায় বড় ধরনের সাফল্য পেল পুলিশ! উদ্ধার বহু সাইকেল
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বর্তমানে বেশ কিছু দিন ধরেই মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত কান্দি ও বহরমপুরে বেশ কিছু সাইকেল চুরি যাচ্ছিল বলে অভিযোগ উঠছিল। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
#বহরমপুরঃ বর্তমানে বেশ কিছু দিন ধরেই মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত কান্দি ও বহরমপুরে বেশ কিছু সাইকেল চুরি যাচ্ছিল বলে অভিযোগ উঠছিল। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ তদন্তে নেমে বড় ধরনের সাফল্য পেল। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল সাইকেল। গ্রেফতার করা হল দুজনকে। মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে জানা গিয়েছে, মুর্শিদাবাদ পুলিশ জেলার কান্দি থানা এলাকায় এক ব্যাক্তি সাইকেল চুরি করার চেষ্টা করছিল।
সেই সময় ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার তাকে আটক করে ও তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, সাইকেল চুরি করে ভরতপুর থানা এলাকার এক ব্যাক্তিকে সে বিক্রয় করে এবং পুলিশ উক্ত ব্যাক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১০টি সাইকেল উদ্ধার করে এবং ওই ২ জন ব্যাক্তিকে পুলিশ গ্রেফতার করে। ধৃত দুজনকে শুক্রবার কান্দি মহকুমা আদালতে তোলা হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ টোটোর দৌরাত্ম্যে জেরবার বহরমপুরবাসী! হেলদোল নেই প্রশাসনের
শুধু কান্দি নয়, সম্প্রতি বহরমপুরে সাইকেল চুরির ঘটনায় বড় ধরনের সাফল্য পায় পুলিশ। গত দুইদিন আগে মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর শহরের বিভিন্ন জায়গা থেকে সাইকেল চুরির ঘটনায় তদন্ত নেমে বহরমপুর থানার পুলিশ শহরের বিভিন্ন সিসিটিভির ফুটেজ দেখে একজনকে সন্দেহ করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে মোট ১১টি সাইকেল উদ্ধার করা হয় ও তাকে গ্রেফতার করা হয়। তবে সাইকেল চুরির চক্রের সাথে আর কারা জড়িত, তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
August 19, 2022 3:13 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: সাইকেল চুরির ঘটনায় বড় ধরনের সাফল্য পেল পুলিশ! উদ্ধার বহু সাইকেল