Murshidabad: টোটোর দৌরাত্ম্যে জেরবার বহরমপুরবাসী! হেলদোল নেই প্রশাসনের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে থাকা টোটোর দৌরাত্ম্যে নাজেহাল রোগী থেকে তার পরিজন সকলেই।
#বহরমপুরঃ বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে থাকা টোটোর দৌরাত্ম্যে নাজেহাল রোগী থেকে তার পরিজন সকলেই। শুধু চিকিৎসা করাতে আসা মানুষই নয় এইসব টোটোর অত্যাচারে নিত্যদিন যানজটের স্বীকার হচ্ছেন পথ চলতি সাধারণ মানুষও।শহরবাসীর দাবি, অত্যধিক টোটো বৃদ্ধির ফলেই যানজট তৈরি হচ্ছে নিত্যদিন। মুর্শিদাবাদ জেলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের চিকিৎসার অন্যতম ভরসা বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। কিন্তু হাসপাতালে ঢোকার আগেই টোটোর যানজটের কারণে কার্যত দুর্বিসহ অবস্থায় পড়তে হয় পথচলতি সাধারণ মানুষকে।
advertisement
বহরমপুর পৌরসভার অধীনে টোটো গাড়ির চলাচলের জন্য নির্দিষ্ট নম্বর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতি মধ্যেই টোটো গাড়িতে ডান দিকে লোহার ব্যারিকেডও লাগানো হয়েছে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য। সমস্ত কিছু করা হলেও এখনও যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে ওঠেনি। মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় রয়েছে স্বর্ণময়ী বাজার।
advertisement
কয়েক পা এগোলেই বহরমপুর রেল স্টেশন। ফুটপাথহীন ব্যস্ততম এই রাস্তার দুপাশে দোকান থাকায় এমনিতেই গাড়ি ও লোক চলাচলে অসুবিধা হয়। এরওপর রাস্তার একাংশ দখল করে প্রচুর সংখ্যক টোটো দাঁড়িয়ে থাকায় হাঁটাচলাও মুশকিল হয়ে পড়ে। প্রশাসনের কাছে শহরবাসীর দাবী, অবিলম্বে যানজট মোকাবিলায় ব্যবস্থা নিক তারা।
advertisement
যদিও বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি জানান, বহরমপুর শহরে. দৈনিক লক্ষাধিক মানুষের যাতায়াত। দৈনিক গড়ে ৮০০ টোটো চলাচল করে। পাশাপাশি তিন হাজারের বেশি মটর বাইক চলাচল করে। ফলে যানজট তৈরি হচ্ছে। তবে আগামী দিনে এই যানজট কাটবে চোঁয়াপুর রেল ওভারব্রীজ কাজ সম্পন্ন হলেই।
advertisement
KOUSHIK ADHIKARY
Location :
First Published :
August 18, 2022 9:09 PM IST