Murshidabad: দীর্ঘ প্রতিক্ষার অবসান চালু হতে চলেছে আজিমগঞ্জ নসীপুর রেল ব্রিজের বাকি অংশের কাজ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
অবশেষে মুর্শিদাবাদ জেলা বাসীর জন্য এল সুখবর। এবার অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর চালু হতে চলেছে আজিমগঞ্জ নসীপুর রেল ব্রীজের বাকি অংশের কাজ।
#মুর্শিদাবাদঃ অবশেষে মুর্শিদাবাদ জেলা বাসীর জন্য এল সুখবর। এবার অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর চালু হতে চলেছে আজিমগঞ্জ নসীপুর রেল ব্রীজের বাকি অংশের কাজ। মাস কয়েকের অপেক্ষার পরেই কমে যেতে পারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সফরের সময়। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ৩ ঘন্টা সময় কমতে চলেছে। এই রেল সফরের সময় কমিয়ে দেবে মাত্র একটি ব্রিজ। সেই ব্রিজ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বাকি অংশের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর রেল দফতর থেকে কাজ শুরু করার জন্য নির্দেশিকা এল জেলা শাসকের কাছে। নভেম্বর মাস থেকে কাজ শুরু হবে এবং যা শেষ হবে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে।
advertisement
মুর্শিদাবাদের আজিমগঞ্জ নসিপুর রেল ব্রীজটি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সফরের সময় কমিয়ে দেবে। এই ব্রিজের বাকি অংশ তৈরির কাজ দ্রুত শুরু হচ্ছে বলেই জানা যাচ্ছে। এই রেল ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ হলেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে রেলপথে যোগাযোগ এক ধাক্কায় কমে যাবে অনেকটা সময়। দীর্ঘ দিন ধরে আন্দোলন করে নসীপুর রেল ব্রিজ চালু হচ্ছে। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন, পূর্ব রেলের ডিআরএম এবং জিআরএম-এর সঙ্গে ২০২১ সালে তিনি সাক্ষাৎ করেছিলেন। সেই সময় জানা গিয়েছিল এই ব্রিজ নির্মাণের ফাইল তারা বন্ধ রেখেছেন।
advertisement
তবে ডিসেম্বর মাসে তিনি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। অবশেষে সেই চিঠি ১৬ই আগষ্ট এসে পৌঁছায় জেলা শাসকের দফতরে। এই চিঠি আসতেই এবার নসীপুর রেল ব্রিজের কাজ দ্রুত শুরু হবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি ওই বিজেপি বিধায়ক দাবি করেছেন, বর্তমানে জমি জট নিয়ে আটকে থাকা এই রেল ব্রিজ নির্মাণের ক্ষেত্রে কৃষকরা সম্প্রতি লিখিতভাবে জানিয়েছেন প্রকল্পের কাজ শুরু হলে তারা বাঁধা দেবেন না। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আগামী নভেম্বর মাস থেকেই এই অসম্পূর্ণ কাজ শুরু হয়ে যাবে এবং আগামী বছর মার্চ এপ্রিল মাসের মধ্যেই এই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু করবে।
advertisement
কাজ শুরু করা নিয়ে চিঠি মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে আসতেই খুশি প্রকাশ করেছেন মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। তারা খুশি হয়ে পদযাত্রা অংশ গ্রহণ করে। ২০০৪ সালে এই রেল ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ৪৬.৭০ কোটি টাকায়। কিন্তু কাজ শুরু হলেও পরে মাত্র ৪৬২ মিটার জমি নিয়ে জট শুরু হয়। ২০১০ সালে এই রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু করার কথা থাকলেও জমি-জটের কারণে তা আটকে যায়। এই রেল ব্রিজ তৈরি হয়ে গেলে উত্তরবঙ্গগামী ট্রেনগুলিকে বর্ধমান হয়ে ঘুরে যেতে হবে না। হাওড়া অথবা শিয়ালদহ থেকে বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ হয়ে সোজাসুজি পৌঁছে যাওয়া যাবে উত্তরবঙ্গে। এক্ষেত্রে দূরত্ব কমবে প্রায় ১১৩ কিলোমিটার।
advertisement
KOUSHIK ADHIKARY
Location :
First Published :
August 18, 2022 7:32 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: দীর্ঘ প্রতিক্ষার অবসান চালু হতে চলেছে আজিমগঞ্জ নসীপুর রেল ব্রিজের বাকি অংশের কাজ