Murshidabad: কবে মিলবে যানজট থেকে মুক্তি! উত্তর নেই প্রশাসনের

Last Updated:

মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক জেলার প্রবেশদ্বারও বটে। রয়েছে টেক্সটাইল টেকনোলজি বা মেডিকেল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান।

+
title=

#বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক জেলার প্রবেশদ্বারও বটে। রয়েছে টেক্সটাইল টেকনোলজি বা মেডিকেল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর বঙ্গের সাথে দক্ষিণ বঙ্গের যোগাযোগকারী জাতীয় সড়ক। এতো কিছু থাকলেও নেই প্রশাসনিক সদিচ্ছা। যে কারণে পর্যটক থেকে নিত্যযাত্রী কিংবা পরিবহণকর্মী থেকে শহরবাসী প্রত্যেকেই নাকাল হচ্ছেন সকাল সন্ধে তীব্র যানজটে। রেলগেটের যানজট থেকে মুক্তি চাইছেন শহর বহরমপুর ও জেলা মুর্শিদাবাদের মানুষ।
 
 
advertisement
একসময় তীব্র যানজট থেকে শহরবাসী, পর্যটক কিংবা পরিবহন কর্মী সবাইকে মুক্তি দিতে সাংসদ তথা তৎকালীন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী চুঁয়াপুর রেল গেটের ওপর উড়ালপুল তৈরির উদ্যোগ নিয়েছিলেন ২০১৪ সালে। রেল দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদনও পেয়েছিল এই ওভারব্রীজ। সাড়ে সাঁইত্রিশ কোটি টাকা বরাদ্দে সেই মতো কাজও শুরু হয়েছিল। কিন্তু রাজনৈতিক দলদলিতে বারবার থমকে গিয়েছে কাজ।
advertisement
 
অবশেষে উড়ালপুল তৈরি হয়ে পড়ে থাকলেও তা খুলে দেওয়া হয়নি সাধারণের জন্য। বহরমপুর শহরবাসী চাইছেন, দ্রুত চালু হোক এই রেল ওভারব্রীজ তাহলে নিত্যদিনের যে যানজট তা হয়তো কমতে পারে। মেডিকেল কলেজ যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় রেল গেটের কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় রোগীদের। স্কুল পড়ুয়াদেরও অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘণ্টা। যানজট-দুর্ঘটনা লেগেই থাকে।
advertisement
 
প্রশাসনিক গাফিলতি এবং রাজনৈতিক দড়ি টানাটানির ফলেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি অবশ্য জানিয়েছে, মেডিকেল কলেজের দিক থেকে সেতুতে ওঠার মুখেই রয়েছে বিবেকানন্দ স্ট্যাচু। ওই স্ট্যাচু সরানো হলেই খুলে দেওয়া হবে সেতু। দীর্ঘ আট বছরের টালবাহানার পর তৈরি হওয়া সেতুর শীঘ্রই উদ্বোধন চাইতে শহরবাসী। তাঁদের দাবী পুজোর আগেই খুলে দেওয়া হোক বহরমপুর রেল ব্রীজ।
advertisement
 
 
 
KOUSHIK ADHIKARY
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: কবে মিলবে যানজট থেকে মুক্তি! উত্তর নেই প্রশাসনের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement