Murshidabad: টানা ৫ দিনের মরণপণ লড়াই! সাপে কামড়ানো শিশুকে বাঁচালেন চিকিৎসকরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গত পাঁচদিন ধরে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে যমে মানুষে লড়াইয়ের পর শেষ হাসি হাসলো সাত বছরের মঙ্গল।
#জঙ্গিপুরঃ গত পাঁচদিন ধরে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে যমে মানুষে লড়াইয়ের পর শেষ হাসি হাসলো সাত বছরের মঙ্গল। এই লড়াইয়ে সঙ্গে ছিলেন জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত দেওলির বাসিন্দা সাত বছরের ছোট্ট মঙ্গল দীপ মাঝি। কিছু দিন আগে তাকে বিষাক্ত সাপে কামড়ে দেয়। অত্যন্ত সংকট জনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে চলে যমে মানুষের লড়াই। লড়াই জিতে সুস্থ হওয়ার পর বাড়ি ফিরতে পেরে খুশি মঙ্গল ও তার সাথে কর্তব্যরত চিকিৎসকরাও। জানা গিয়েছে বিষের জেরে নিস্তেজ হয়ে যাওয়া মঙ্গল দীপ মাঝিকে বাঁচাতে চিকিৎসকেরাও লড়াই শুরু করেন।
advertisement
প্রথমে ঠিক হয়েছিল উন্নত চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হবে। কিন্তু সেক্ষেত্রে রাস্তাতেই তার মৃত্যু হতে পারত। তাই সেই ঝুঁকি আর নেননি চিকিৎসকেরা। ফলে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের স্বল্প পরিকাঠামোর ওপর নির্ভর করে চিকিৎসা চালিয়ে গিয়েছেন চিকিৎসকরা।
advertisement
চিকিৎসাতে সাড়াও দিচ্ছিল মঙ্গল। অবশেষে টানা পাঁচ দিনের লড়াই শেষ করে পুরো সুস্থ হয়ে উঠল মঙ্গল। চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি প্রকাশ করেছেন মঙ্গলের পরিবারের সদস্যরা। অন্যদিকে চিকিৎসকরাও মঙ্গল কে বাঁচাতে পেরে খুশি প্রকাশ করেছেন ।
advertisement
চিকিৎসক সাধন ভক্ত সহ অন্যান্য চিকিৎসক ও নার্সদের অক্লান্ত সহযোগিতার মধ্যে দিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মঙ্গল। অন্যদিকে ছেলে কে সুস্থ করে বাড়ি ফেরাতে পেরে খুশি মা শিপ্রা মাঝি চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
advertisement
KOUSHIK ADHIKARY
Location :
First Published :
August 13, 2022 6:46 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: টানা ৫ দিনের মরণপণ লড়াই! সাপে কামড়ানো শিশুকে বাঁচালেন চিকিৎসকরা