Murshidabad: খবর পেয়েই নাবালিকার বিয়ে রদ করল প্রশাসন

Last Updated:

নাবালিকা কন্যার বিবাহ এই কালো অন্ধকার যেনো আমাদের জীবনের এক জলন্ত সমস্যা। সরকারি হোক বা বেসরকারি একাধিক সংস্থায় নাবালিকা কন্যার বিয়ে বন্ধের দাবিতে নিত্যদিন অব্যহত রাখে।

#মুর্শিদাবাদঃ নাবালিকা কন্যার বিবাহ এই কালো অন্ধকার যেনো আমাদের জীবনের এক জলন্ত সমস্যা। সরকারি হোক বা বেসরকারি একাধিক সংস্থায় নাবালিকা কন্যার বিয়ে বন্ধের দাবিতে নিত্যদিন অব্যহত রাখে। চলে সচেতনতার প্রচার ও বিভিন্ন রকম অভিযান। তবে প্রশ্ন এখানেই , এতো সর্তকতার তারপরেও এ রাজ্যের বাসিন্দারা সতর্ক কোথায়? শনিবার মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায় দেখা গেলো ফের এক নাবালিকা কন্যার বিবাহ বন্ধ করা হল। নাবালিকা কন্যার অভিভাবকদের কাছে লিখিত মুচলেখা নিয়ে কন্যার পাসে দাঁড়াতে দেখা গেলো পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাকে।
 
 
advertisement
একাদশ শ্রেনী পাঠরত কন্যার বিবাহের আয়োজন করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। আর তার আগেই পুলিশ প্রশাসন নাবালিকার বিয়ের খবর পেতেই স্বেচ্ছাসেবী সংস্থা সিনি আধিকারিক দের নিয়ে মঙ্গলবার নাবালিকা কন্যার বাড়িতে হানা দিয়েছিল পুলিশ প্রশাসন। বড়ঞা থানার যুগসাড়া গ্ৰামে গিয়ে নাবালিকা কন্যার অভিভাবকদের নাবালিকা কন্যার বিয়ের ঝুঁকি পূর্ণ দিক আইনগত দিক অবগত করে।
advertisement
 
কন্যার পিতা মাতার কাছে মুচলেকা লিখিয়ে কন্যার পড়াশোনা অব্যহত রাখার নির্দেশ দেওয়া পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে। আঠারো বছর না হলে নাবালিকার বিয়ে দিলে কি কি সমস্যা হতে পারে তাও বোঝানো হয় পরিবার কে।
advertisement
 
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে নাবালিকার বিয়ে রদে। কিন্তু বর্তমানে গ্রামীন এলাকায় নাবালিকার বিয়ের ব্যবস্থা গ্রহণ করে। প্রশাসনিক স্তরে তা খবর পেলেই নাবালিকার বিয়ে রদ করা হয়। যা ফের একবার নাবালিকার বিয়ে রদ করা হল মুর্শিদাবাদ জেলাতে।
advertisement
 
 
KOUSHIK ADHIKARY
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: খবর পেয়েই নাবালিকার বিয়ে রদ করল প্রশাসন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement