TRENDING:

Malda News: সময়ে চিকিৎসা হলে সম্পূর্ণ সেরে যায় হেপাটাইটিস

Last Updated:

২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হল মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: হেপাটাইটিস রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। কিন্তু আজ‌ও বহু মানুষ এই রোগ সম্বন্ধে সচেতন নয়। এই রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে প্রতিবছর ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। শুক্রবার গোটা বিশ্বের সঙ্গে মালদহেও পালিত হল বিশ্ব হেপাটাইটিস দিবস।
advertisement

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে স্বাস্থ্য দফতর ও মালদহ মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে বিভিন্ন সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন মালদহ মেডিকেলে একটি ব়্যালি বের হয়। পাশাপাশি চিকিৎসক, নার্স, মেডিকেল পড়ুয়াদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন: দুঃস্থ ক্রীড়াবিদকে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য জেলাশাসকের

advertisement

সঠিক সময়ে হেপাটাইটিস নির্ণয় করতে না পারলে এবং চিকিৎসার না হলে তার পার্শ্বপ্রতিক্রিয়ায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে যকৃত বা লিভার। এবং একপর্যায়ে তা কাজ করা বন্ধ করে দেয়। তার অনিবার্য পরিণতি হিসেবে মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষ। বর্তমানে অনেক কম বয়সীদের মধ্যেও হেপাটাইটিসের প্রাদুর্ভাগ দেখা যাচ্ছে। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অথচ চিকিৎসকদের পরিষ্কার বক্তব্য, সাধারণ মানুষ একটু সচেতন হলেই এই রোগের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। হেপাটাইটিস সম্পূর্ণ নিরাময় যোগ্য বলেও জানিয়েছেন তাঁরা।

advertisement

এবারের বিশ্ব হেপাটাইটিস দিবসে ‘এক জীবন, এক লিভার’ থিম হিসাবে পালন করা হয়েছে। মালদহ মেডিকেলে বিশ্ব হেপাটাইটিস দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা। অনুষ্ঠানে অংশগ্রহণ করা চিকিৎসকরা পই পই করে বলেছেন, শরীরে অস্বস্তি দেখা দিলেই সরকারি হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিতে। তাহলে সহজেই বিপদ এড়ানো যায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: সময়ে চিকিৎসা হলে সম্পূর্ণ সেরে যায় হেপাটাইটিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল