সেই তুলনায় শহরের ক্রেতা হয় না।চলতি মরশুমে ও কালী পুজোর পর থেকেই মালদহ শহরে শুরু হয়েছে উল সুতোর বিক্রি। সমস্ত রকমের উলের দাম ৫০০ টাকা কেজি। বিভিন্ন কোম্পানির ওই ছাড়াও বর্তমানে রয়েছে ফেদার সুতো। ১০০ গ্রাম ৫০ গ্রাম করেও বিক্রি হচ্ছে এই কুল সুতো। গোটা শীতের মরশুম পর্যন্ত বিক্রি হবে উল সুতো। কমবেশি প্রতিদিনই ক্রেতারা আসছেন নিজেদের পছন্দমত উল কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে।
advertisement
আরও পড়ুনঃ কালীপুজোর বিসর্জন ঘিরে দুই পুজো কমিটির সংঘর্ষ! গুরুতর জখম দুই
বাজারে চাহিদা রয়েছে, তাইতো প্রতিবছর শীতের মরশুম পড়লেই উলের পসরা নিয়ে হাজির হন ব্যবসায়রা। তবে আগের তুলনায় বর্তমানে অনেক চাহিদা কমেছে উলের। একসময় শীতের মরশুমে হাতে তৈরি গরম পোশাক পরার চল সবচেয়ে বেশি ছিল। সেই সময় এত আধুনিক ডিজাইনের পোশাক বাজারে মিলতো না। তাই মানুষ হাতে তৈরি পোশাক বেশি পড়তেন। সে সময় উলের চাহিদাও ছিল ব্যাপকহারে। বর্তমানে সময় অনেক বদলেছে। মানুষের হাতে সময় কমে এসেছে অপরদিকে বেড়েছে রেডিমেড পোশাকের রমরমা।
আরও পড়ুনঃ নির্যাতিতা মহিলাদের সহায়তায় নভেম্বরেই চালু হচ্ছে ওয়ান স্টপ সেন্টার
তাই বর্তমানে মানুষ ভুলতে চলেছে হাতে তৈরি পোশাক। এমনকি রেডিমেড পোশাকের নিত্য নতুন ডিজাইন সাধারণ মানুষকে আকর্ষণীয় করছে। তবে এখনো গ্রামীন এলাকায় উলের চাহিদা রয়েছে তা স্বীকার করছেন ব্যবসায়ীদের একাংশ। চাহিদা রয়েছে বলেই প্রতিবছর শীত পড়তেই উলের পসরা নিয়ে বসেন তারা। এবারও ভালো ব্যবসা হবে এই অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীদের প্রত্যেকেই। নিত্য নতুন উলের সম্ভার নিয়েও হাজির হয়েছেন তারা।
Harashit Singha