TRENDING:

Malda News: উনুনের আগুনের ফুলকি থেকে ছারখার গোটা গ্রাম

Last Updated:

রান্নার সময় উনুনের আগুনের ফুলকি থেকে পুড়ে ছারখার হয়ে গেল মালদহের চাঁচলের গোটা গ্রাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: রান্নার সময় উনুনের আগুনের সামান্য ফুলকি থেকে ছারখার হয়ে গেল গোটা গ্রাম। মালদহের চাঁচলের মহানন্দপুর পঞ্চায়েতর ধঞ্জনা গ্রামের ঘটনা। গ্রামের একটি বাড়ির উনুন থেকে প্রথম আগুন ধরেছিল রান্নাঘরে। দ্রুত সেই আগুন গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। তাতেই মুহূর্তের মধ্যে গোটা গ্রাম দাউদাউ করে জ্বলে ওঠে। ১২ টি বাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সর্বস্বান্ত হয়েছে ওই পরিবারগুলি।
advertisement

আরও পড়ুন: হাতির হানা ঠেকাতে ঘাস চাষ করছে বনবিভাগ!

মালদহের চাঁচলের এই ঘটনা নাড়িয়ে দিয়েছে সবাইকে। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা নিজেদের চেষ্টাতেই শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকলকে খবর দেওয়া হলেও তারা আসেনি। শেষ পর্যন্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় গ্রামের ১২ টি কাঁচা বাড়ির সবকিছু পুড়ে গিয়েছে। এমনকি মাথা গোঁজার ঠাঁইটুকু নেই ওই পরিবারগুলির।

advertisement

এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে গ্রামের বাসিন্দা সাহাবানা খাতুন অভিযোগ করেন, গ্রামের একটি বাড়িতে আগুন লাগতেই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়েছিল। কিন্তু তারা সময়ে না এসে পৌঁছনোতেই এতো বড় ক্ষতি হয়ে গেল। গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামের‌ই এক মহিলা বৃহস্পতিবার দুপুরে উনুনে রান্না চাপিয়ে রান্নাঘর ছেড়ে বাইরে গিয়েছিলেন। সেই সময়‌ই কোনভাবে আগুন ধরে যায় রান্না ঘরে। মুহূর্তের মধ্যে সেই আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কীভাবে মাথা তুলে দাঁড়াবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: উনুনের আগুনের ফুলকি থেকে ছারখার গোটা গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল