Alipurduar News: হাতির হানা ঠেকাতে ঘাস চাষ করছে বনবিভাগ!

Last Updated:

লোকালয়ে হাতির হানা ঠেকাতে এবার ঘাস চাষ করছে বনবিভাগ! অবাক ঘটনা আলিপুরদুয়ারে

+
title=

আলিপুরদুয়ার: বনে খাবারের অভাবে লোকালয়ে এসে বারবার হানা দিচ্ছে হাতি। চলতি বছরে খাবারের সন্ধানে লোকালয়ে হাতির হানায় উত্তরবঙ্গে বহু মানুষের প্রাণ গিয়েছে। পাশাপাশি কৃষকদের চাষের জমিও তছনছ করে দিচ্ছে দাঁতালরা। এই বিপদ থেকে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের বাঁচাতে এবার জঙ্গলের মধ্যেই ঘাস চাষ শুরু করল বন দফতর!
হাতির প্রিয় খাবার বিভিন্ন ধরনের ঘাস। সেই কথা মাথায় রেখেই বনবিভাগের পক্ষ থেকে আলিপুরদুয়ারের সাউথ রায়ডাক রেঞ্জের ছিপড়া বিটের শিঙ্গিঝোড়া এলাকায় ২০ হেক্টর জমিতে ও মারাখাতা বিটের জঙ্গলে ২০ হেক্টর জমিতে ঘাস চাষ শুরু হয়েছে। এই মোট ৪০ হেক্টর জমিতে নানান প্রজাতির ঘাস চাষ করা হচ্ছে। এই ঘাস চাষের লক্ষ্যই হল, হাতিদের খাদ্য সঙ্কটের সমাধান করা। জঙ্গলের মধ্যেই তারা যাতে খাবার পেয়ে যায় আর লোকালয়ে আসতে না হয় তার জন্যই এমন ব্যবস্থা। বনবিভাগের ধারণা এর ফলে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হাতির হানা কমবে, প্রাণ বাঁচবে মানুষের।
advertisement
advertisement
বক্সা ব্যাঘ্র প্রকল্পের শিঙ্গিঝোড়া এলাকায় বনকর্তা দেবাশিস শর্মা নিজের হাতে ঘাস লাগাচ্ছেন। বনকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি হাতিদের খাবারের সংস্থানের কাজে লিপ্ত হয়েছেন। হাতি নেপিয়ার প্রজাতির ঘাস খেতে বেশি পছন্দ করে। তাই বনবিভাগ এই বিশেষ প্রজাতির ঘাস বেশি করে চাষ করছে। এদিকে এই ঘাস চাষ করলে মাটির উর্বরাশক্তি বৃদ্ধি পায়। পাশাপাশি শুষ্ক মাটির ক্ষয় রোধ করে নেপিয়ার ঘাস। এটি আফ্রিকার তৃণভূমিতে ব্যাপক মাত্রায় ফলে। সেইসঙ্গে দ্রুত বৃদ্ধি পায় এই ঘাস। দুই থেকে তিন মাস অন্তর এই ঘাস ৭-৮ মিটার উচ্চতা সমান হয়ে যায়। ফলে এটি হাতিদের পেট‌ও ভরায় সহজে।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাতির হানা ঠেকাতে ঘাস চাষ করছে বনবিভাগ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement