Virat Kohli : ম্যান অফ দ্য ম্যাচ-এর এত পুরস্কার পান, একটাও নিজের বাড়িতে রাখেন না বিরাট কোহলি! যেখানে রাখেন, শুনে মুগ্ধ সবাই!

Last Updated:
Virat Kohli : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ শেষে প্রেজেন্টার প্রশ্ন করেন, সমস্ত ট্রফি রাখতে কি একটি আলাদা ঘর লাগবে কোহলির? তখন বিরাট বলেন, আমার সব ট্রফি গুরগাঁওতে মায়ের কাছে পাঠিয়ে দিই। মা ওগুলোকে যত্নে রাখতে ভালবাসে।
1/5
গতকালও তিনি খেলেন অসাধারণ এক ইনিংস। তবে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে ফেলেন। তবে কোহলি মাঠে হোক বা মাঠের বাইরে, ভক্তদের মন জয় করেই চলেছেন যেন!
গতকালও তিনি খেলেন অসাধারণ এক ইনিংস। তবে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে ফেলেন। তবে কোহলি মাঠে হোক বা মাঠের বাইরে, ভক্তদের মন জয় করেই চলেছেন যেন!
advertisement
2/5
এদিন আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে প্রথম প্লেয়ার হিসেবে ২৮,০০০ রান সম্পূর্ণ করেছেন বিরাট। সচিন তেন্ডুলকরের পর অন্যতম সেরা স্কোরার তিনিই।
এদিন আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে প্রথম প্লেয়ার হিসেবে ২৮,০০০ রান সম্পূর্ণ করেছেন বিরাট। সচিন তেন্ডুলকরের পর অন্যতম সেরা স্কোরার তিনিই।
advertisement
3/5
সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি ছাড়াও ২৮,০০০ এর ক্লাবে আছেন কুমার সাঙ্গাকারা। কোহলি অবশ্য এদিন জানিয়ে দেন, কেরিয়ারের এই জায়গায় পৌঁছেও তিনি এসব মাইলস্টোন নিয়ে বেশি ভাবেন না।
সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি ছাড়াও ২৮,০০০ এর ক্লাবে আছেন কুমার সাঙ্গাকারা। কোহলি অবশ্য এদিন জানিয়ে দেন, কেরিয়ারের এই জায়গায় পৌঁছেও তিনি এসব মাইলস্টোন নিয়ে বেশি ভাবেন না।
advertisement
4/5
কেরিয়ারে প্রচুর ট্রফি পেয়েছেন কোহলি। কিন্তু ট্রফিগুলো নিজের ক্যাবিনেটে রাখেননি। এদিন সে কথাও জানিয়ে যান তিনি। এটাও জানান, এত ট্রফি তিনি রাখেন কোথায়!
কেরিয়ারে প্রচুর ট্রফি পেয়েছেন কোহলি। কিন্তু ট্রফিগুলো নিজের ক্যাবিনেটে রাখেননি। এদিন সে কথাও জানিয়ে যান তিনি। এটাও জানান, এত ট্রফি তিনি রাখেন কোথায়!
advertisement
5/5
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ শেষে প্রেজেন্টার প্রশ্ন করেন, সমস্ত ট্রফি রাখতে কি একটি আলাদা ঘর লাগবে কোহলির? তখন বিরাট বলেন, আমার সব ট্রফি গুরগাঁওতে মায়ের কাছে পাঠিয়ে দিই। মা ওগুলোকে যত্নে রাখতে ভালবাসে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ শেষে প্রেজেন্টার প্রশ্ন করেন, সমস্ত ট্রফি রাখতে কি একটি আলাদা ঘর লাগবে কোহলির? তখন বিরাট বলেন, আমার সব ট্রফি গুরগাঁওতে মায়ের কাছে পাঠিয়ে দিই। মা ওগুলোকে যত্নে রাখতে ভালবাসে।
advertisement
advertisement
advertisement